এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিলেন পুতিন।

করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিলেন পুতিন।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাশিয়ার তৈরি স্পুতনিক ভি ভ্যাকসিনের কথা জানা গিয়েছিল আগেই। সেখানে ভারতেও এই ভ্যাকসিনের ট্রায়ালের খবর শোনা গিয়েছিল। সেখানে রাশিয়ায় ডিসেম্বরের শুরুতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা টিকার কার্যক্রম চালু করে বলে জানা গিয়েছিল। সেখানে সম্প্রতি জানা গেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন স্পুতনিক ভি ভ্যাকসিন নিতে চলেছেন।

বস্তুত, এর আগেও আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টকে প্রকাশ্যে ভ্যাকসিন নিতে দেখা গিয়েছিল। সেখানে ক্রমোলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ রোববার রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে এমনটাই জানিয়েছেন বলে জানা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন করোনাভাইরাসের টিকা স্পুতনিক ভি ভ্যাকসিন গ্রহণ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ডিসেম্বরের শুরুতে রাশিয়ার তৈরি স্পুতনিক ভি ভ্যাকসিনের সঙ্গে একটি স্বেচ্ছাসেবী টিকা কার্যক্রম চালু করেছিল। সেখানে ৬০ বছরের বেশি বয়সের মানুষেরা পৃথক পরীক্ষার পরে এই ভ্যাকসিনটি নিয়ে সমর্থ বলেই জানানো হয়েছিল। যদিও এর আগেই ৬৮ বছর বয়সী পুতিন বলেছিলেন যে রাশিয়ান ভ্যাকসিন কার্যকর এবং নিরাপদ।

বস্তুত, রাশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই পুতিনকে ভ্যাকসিনের বিষয় নিয়ে বারবার কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি আগস্ট মাসে বলেছিলেন যে তাঁর মেয়ে ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষায় অংশ নিয়েছিল। এবং পরে তার প্রভাবও ভাল হয়েছিল বলেই জানান হয়েছিল। তবে এবার তাঁর ভ্যাকসিন নেওয়ার পর কি রিপোর্ট আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!