এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিডেনের পথে হেঁটে প্রকাশ্যে ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস।

বিডেনের পথে হেঁটে প্রকাশ্যে ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েক সপ্তাহ থেকেই হোয়াইট হাউসের হেভিওয়েট ব্যক্তিদের টিকা দেওয়া চলছে বলে জানা গেছে। সেখানে সস্ত্রীক টিকা নিতে দেখা গেছে বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট পেন্সকে। একই সঙ্গে টিকা নেওয়ার কথা জানিয়েছেন সার্জন জেনারেল যেরম অ্যাডামস। সেইসঙ্গে আমেরিকার ফার্স্ট লেডিও ইতিমধ্যেই টিকা নিয়েছেন বলেই জানা গেছে। সেখানেই সম্প্রতি প্রকাশ্যে কোভিড টিকা নিয়েছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

জানা গেছে, মূলত সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করতেই তিনি এমন করেছেন। সেইসঙ্গে আগাম প্রতিশ্রুতি মত, এই সমস্ত বিষয়টি লাইভ সম্প্রচার করে টিভিতে দেখানো হয়েছিল। এরপর টিভিতে লাইভ সম্প্রচার করার পরই মার্কিন বাসীদের উদ্দেশ্যে ভরসা জুগিয়ে তিনি জানিয়েছিলেন, চিন্তার কারণ নেই, তিনি ভালো আছেন। তবুও মানুষের মন তো, বোঝানো ভীষণ কঠিন।

তাই তাঁরই পথে হেঁটে এবার নির্বাচিত মার্কিন সহ-রাষ্ট্রপতি কমলা হ্যারিস প্রকাশ্যে ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে। এদিন ভ্যাকসিন নেওয়ার পর তিনি বলেন, “আমি সবাইকে এই ভ্যাকসিনটি নিতে উত্সাহিত করতে চাই। এটি তুলনামূলকভাবে ব্যথাহীন এবং নিরাপদ।” সেইসঙ্গে ভ্যাকসিন নেওয়ার সময় তিনি বিশেষ কিছু অনুভব করতে পারেননি বলেও জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, এটি জীবন রক্ষার বিষয়ে আক্ষরিক অর্থে উপযোগী। তাই তিনি বিজ্ঞানীদের উপর বিশ্বাস করেন বলেই এমনটা করেছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা আক্রান্তের দিক থেকে বরাবরই শীর্ষ স্থানে থেকেছে আমেরিকা। সেখানে করোনার ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই এত উদ্বেগজনক তথ্য সামনে এসেছে তাই করোনা ভ্যাকসিন কবে হাতে আসবে, তা নিয়ে মার্কিন নাগরিকরা উদ্বিগ্ন থাকলেও, টিকা নিতে ভয় পাচ্ছিলেন অনেকেই।

সেইসঙ্গে অনেকেই পার্শ্ব-প্রতিক্রিয়ার কথা ভেবে ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করছিলেন না। আর এমন পরিস্থিতিতে মার্কিনীবাসীদের ভীতি দূর করতে ৭৮ বছর বয়সে প্রকাশ্যে টিকা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন জো বাইডেন। আর সেখানে এবার তাঁর পথে হাঁটতে দেখা গেছে হ্যারিসকেও। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন করোনা ভাইরাসের টিকা স্পুতনিক ভি ভ্যাকসিন গ্রহণ করবেন বলেও জানা গিয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!