এখন পড়ছেন
হোম > অন্যান্য > পরের সপ্তাহ থেকেই দেওয়া হবে ভ্যাকসিন। কি করতে হবে আপনাকে? জানুন বিস্তারিত

পরের সপ্তাহ থেকেই দেওয়া হবে ভ্যাকসিন। কি করতে হবে আপনাকে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন বছরের শুরুতেই খুশির খবর নিয়ে এসেছে ভ্যাকসিন। টানা ৯ মাস করোনা আতঙ্কে কাটানোর পর, একটু হলেও আশার আলো দেখা গেছে। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বর্তমান সময়। তার সাথেই রয়েছে কোরোনা এর নতুন স্ট্রেন এর আতঙ্ক। ইতিমধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে করোনা এর নতুন স্ট্রেন এর খোজ পাওয়া গেছে। ব্রিটেনে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার কোরোনা।

বছরের প্রথম দিনই বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকের পরই, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড অস্ত্রাজেনেকার তৈরি ভ্যাকসিনকে অনুমতি দেওয়া হয়। এরপরই শনিবার বিশেষজ্ঞ কমিটি অনুমতি দেয় ভারত বায়োটেকের ভ্যাকসিনকে। গতকাল অবশেষে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে অক্সফোর্ড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পায় এই দুই ভ্যাকসিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরই মধ্যে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। ভ্যাকসিন অনুমোদনের পর ১০ দিনের মধ্যেই শুরু হতে চলেছে ভ্যাকসিন দেওয়ার কাজ। এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে। সরকারের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য কর্মী এবং প্রথম সারির কর্মীদের ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তাদের তথ্য Co-WIN অ্যাপে মজুত করা হয়েছে সরকারের তরফে। কিন্তু পরবর্তী ২৭ কোটি মানুষ যারা পঞ্চাশ ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে অ্যাপে নিজেদের নাম এবং অন্যান্য তথ্য নথিভুক্ত করতে হবে ভ্যাকসিন পাওয়ার জন্য।

প্রসঙ্গত উল্লখ্য, অক্সফোর্ড -অস্ত্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ভারতে প্রস্তুত করছে সিরাম ইনস্টিটিউট। সিরাম ইনস্টিটিউট এর তৈরি এই ভ্যাকসিন “কোভিসিল্ড” নামে ভারতের বাজারে আসবে। তবে অক্সফোর্ড ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের পর ৭০% কার্যকর বলা হলেও, ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে তাদের ভ্যাকসিন ৯২-৯৫% কার্যকর এবং কোরোনা ভাইরাসের দ্বারা গুরুতর ভাবে আক্রান্ত হওয়ার থেকে বাঁচাতে ১০০% কার্যকর। ভারত বায়োটকের তৈরি কোভ্যাকসিন এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। এই ভ্যাকসিনের কার্যকারীতা বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!