এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভ্যাকসিন নিতে গেলে কাল থেকে লাগবে ফোনের সঙ্গে আধার সংযোগ? জানুন বিস্তারিত

ভ্যাকসিন নিতে গেলে কাল থেকে লাগবে ফোনের সঙ্গে আধার সংযোগ? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই শুরু হবে দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর দফতর তরফে জানানো হয়েছে, ১৬ জানুয়ারী অর্থাৎ কাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকাল সাড়ে দশটায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সূচনা করবেন। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল মিলে মোট ৩০০৬ টি ভ্যাকসিন কেন্দ্রকে ভার্চুয়ালি সংযুক্ত করা হবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রত্যেক কেন্দ্রে আনুমানিক ১০০ জন করে কাল ভ্যাকসিন পাবে বলেও জানানো হয়েছে।

আর সেখানেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি পরিচয়ই সব থেকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে দেখা হবে। আর সেই নথি দেখেই বোঝা হবে আগে কাদের টিকা দেওয়া জরুরি। তাই সেক্ষেত্রে কাল থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগে তাই ফোনের সঙ্গে আধারের সংযোগকে গুরুত্বপূর্ণ বলেই জানান হয়েছে। তবে কি কাজে লাগবে এই নথি? বস্তুত, করোনা ভ্যাকসিন প্রক্রিয়া সম্পন্ন করতে চালু হয়েছে কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্ম।

সেক্ষেত্রে যেখানে এতদিন সরকারি স্বাস্থ্য কর্মীরাই এই অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে পারতেন, সেখানে আর কিছুদিনের মধ্যেই সাধারণ নাগরিকরা তাদের কভিড ১৯ এর টিকাদান অভিযানের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে এক মাসের মধ্যেই সাধারণ মানুষের জন্য তা উপলব্ধ হবে বলেই জানান হয়েছে। অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি এটি মোবাইল অ্যাপ্লিকেশন আকারেও উপলব্ধ হবে বলেই জানান হয়েছে। আর সেখানেই এই ভোটারের সঙ্গে আধারের সংযুক্তি কাজে লাগবে বলে জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই কাজের জন্য পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে বলে জানান হয়েছে। বস্তুত, আধারের সাহায্যেই করোনা ভ্যাকসিন কাদের আগে দিতে হবে সেটা চিহ্নিত করা হবে। সেক্ষেত্রে মোবাইল-আধার সংযুক্তিকরণের জন্য ব্যক্তির আধার কার্ডের একটি নিজের স্বাক্ষরিত নমুনা কপি থাকলেই হবে বলে জানানো হয়েছে। এছাড়া ঠিকানা বা পরিচয়পত্রের মত কোনও প্রমাণ দরকার লাগবে না বলে জানান হয়েছে।

সেক্ষেত্রে টিকার প্রথম ডোজ দেওয়ার পর কো-উইন অ্যাপের সঙ্গে একটি ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেওয়া হবে বলে জানা গেছে। এই সার্টিফিকেটে পরের ডোজ নেওয়ার কথা বলা থাকবে। সেইসঙ্গে দ্বিতীয় ডোজ দেওয়ার পরও আবার একটি সার্টিফিকেট দেওয়া হবে। যেটি চূড়ান্ত সার্টিফিকেট হিসেবে গৃহীত হবে। আর করোনা টিকা সংক্রান্ত এই সব গুরুত্বপূর্ণ নথি আধার ব্যবহারকারীদের রেজিস্টার্ড মোবাইল ফোন নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে।

আর সেক্ষেত্রে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI একটি কথা ঘোষণা করেছে। সেক্ষেত্রে আধার কার্ডে ভুল থাকলে বাড়িতে বসেই অনলাইনে এখন মানুষ নিজেদের আধার সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে সামান্য পরিবর্তন করতেই এটা কার্যকর হবে বলে জানান হয়েছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষকে আধার কেন্দ্রে যেতে হবে বলে জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!