এখন পড়ছেন
হোম > রাজ্য > ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি নয়, জনতা জনার্দনকে সতর্ক করলেন মমতা!

ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি নয়, জনতা জনার্দনকে সতর্ক করলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক থেকে রক্ষা পেতে জোরকদমে চলছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। তবে ভ্যাকসিন চালু হওয়ার পর থেকেই বিভিন্ন সেন্টারগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যার জেরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এত হুড়োহুড়ি করে যদি লাইন পড়ে যায়, তাহলে নতুন করে করোনা গ্রাফ বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সামাজিক দূরত্ব পালন করে সকলের ভ্যাক্সিনেশন সেন্টারে যাওয়া উচিত বলে পরামর্শ দিচ্ছে সরকার পক্ষ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে সকলকে সচেতন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন নিতে কোনোভাবেই যাতে মানুষ হুড়োহুড়ি না করেন, তার জন্য সকলের কাছে আবেদন করলেন তিনি।

সূত্রের খবর, আজ পানাগরে একট কর্মসূচিতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আর সেখানেই টিকা নিতে গিয়ে যেভাবে মানুষের হুড়োহুড়ি চোখে আসছে, তা যে কোনোমতেই কাম্য নয়, তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকলেই ভ্যাকসিন পাবেন। ভ্যাকসিন থেকে কেউ বঞ্চিত হবেন না। কিন্তু হুড়োহুড়ি করবেন না। সরকার বলে দেবে, কবে কোথায় টিকা দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, সম্প্রতি ভ্যাকসিন সেন্টারে ব্যাপক ভিড় হওয়ার ছবি প্রকাশ্যে আসে। যেখানে অনেক জায়গাতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর তারপরেই এভাবে যদি ব্যাপক ভিড় হতে শুরু করে, তাহলে করোনা ভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। আর তারপরেই মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের উদ্দেশ্যে এই ধরনের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় কতটা সাড়া দেন জনতা জনার্দন, স্বাস্থ্যবিধি পালন করে ভিড়ভাট্টা এড়িয়ে ভ্যাক্সিনেশন সেন্টারগুলো তাদের কাজ করতে কতটা সমর্থ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!