এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা আইসিএমআর-এর, ভারত কি এবার পথ দেখাবে ?

করোনা ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা আইসিএমআর-এর, ভারত কি এবার পথ দেখাবে ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে মৃত্যুর হারও। আজকে যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারেরও বেশি, সেখানে এমন পরিস্থিতিতে এর থেকে মুক্তির উপায় যে একমাত্র ভ্যাকসিন হতে পারে সেটা আর আলাদা করে বলে দিতে হয় না।

ইতিমধ্যেই কিছুদিন আগে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে ইতিবাচক কথা বলতে শোনা গিয়েছিল সরকারকে। সেখানে জানা গিয়েছিল, ভারতের অতি প্রাচীন এই বন্ধু তাদের দেশের ভ্যাকসিন ভারতবর্ষের জন্য পাঠাতে রাজি হয়েছে। যার দ্বিতীয় পর্যায় ট্রায়াল শুরু হতে পারে এই মাস থেকেই। আর সেই জন্য বাংলার সাগর দত্ত সুপার স্পেশালিটি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছিল বলেও জানা যায়।

তবে এর সঙ্গে ভারতের কোভ্যাক্সিন নিয়ে আশাবাদী রয়েছে বিভিন্ন মানুষ। এবং সেইসঙ্গে সেটি যে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হতে পারে, সেই আশাই দেখা গেছে অনেক মানুষের মধ্যে। বস্তুত, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর সঙ্গে ভারতের বায়োটেক সংস্থা ভারতে এই ভ্যাকসিন তৈরি করছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই কয়েকবার সেই ভ্যাকসিন তৈরির কাজ বাধা পেলেও আপাতত ভারতে এই ভ্যাকসিন সুরক্ষিত এবং কার্যকরী বলে জানা গেছে তথ্যসূত্রে। অন্যদিকে, এ বিষয়ে বলতে গিয়ে আইসিএমআর এর তরফে জানানো হয়েছে যে, ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় পর্যায় শেষ হবার পর, এটা নিয়ে আশাবাদী সকলেই।

তবে এই ভ্যাকসিন ও টিকা মানুষকে দেওয়া হবে কি হবে না সেটা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হবে বলেই জানিয়েছেন তিনি। তবে এটি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ভালোমতো কাজ করেছে বলে জানানো হয়েছে এবং তাই এটিকে সুরক্ষিত বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে একেবারে ১০০% নিশ্চিত না হওয়া গেলেও এই ভ্যাকসিন নিয়ে যে ঝুঁকি নেওয়া সম্ভব, সে কথাও শোনা গেছে তাঁর কথায়। তাই প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে সেইসঙ্গে এই ভ্যাকসিনের কার্যকারিতা দেখে আগামী বছরের শুরুর দিকে অথবা ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই সাধারণ মানুষের কাছে এই ভ্যাকসিন চলে আসবে বলেও দাবি করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!