এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভ্যাকসিন নিয়ে দড়ি টানাটানি অব্যাহত, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে!

ভ্যাকসিন নিয়ে দড়ি টানাটানি অব্যাহত, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সরকারের মধ্যে দড়ি টানাটানি নতুন কিছু নয়। আর এবার ভ্যাকসিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লেও হুগলির উত্তরপাড়া এলাকায়। যেখানে বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনায় স্বজনপোষণ করা হচ্ছে বলে অভিযোগ তোলা হল। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেওয়া হয়েছে।

যাকে কেন্দ্র করে দিনভর হুগলির উত্তরপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন উত্তরপাড়া পৌরসভার উপ পৌর প্রশাসকের পক্ষ থেকে সুপারিশ করা ব্যক্তিরা ভ্যাকসিন নিতে গিয়েছিলেন। কিন্তু তারা ভ্যাকসিন না পাওয়ার পরেই স্বাস্থ্য কর্মীদের ওপর একাংশ হামলা চালান। আর এই ঘটনা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। আর তারপরেই গোটা বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে শুরু করে গেরুয়া শিবির।

সূত্রের খবর, উত্তরপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান উপ পৌর প্রশাসক পিনাকী ধামালি বেশ কিছু ব্যক্তির নাম সুপারিশ করে পাঠিয়ে ছিলেন। এদিন তার সুপারিশ করা ব্যক্তিরা উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরীতে করোনা ভ্যাকসিন নিতে আসেন। কিন্তু সেই সময় বিশৃঙ্খলা তৈরি হলে স্বাস্থ্য কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আর তারপরেই গোটা বিষয়ে সরব হতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। যেখানে তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে সরব হয় গেরুয়া শিবির। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে তরজায় জড়িয়ে পড়েছে তৃণমূল এবং বিজেপি। এদিন এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র প্রণয় রায় বলেন, “কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন পাঠাচ্ছে। আর পশ্চিমবঙ্গের সেই ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ চলছে, দুর্নীতি চলছে, এই কথা আমরা প্রথম থেকেই বলে আসছি। এখন দেখা যাচ্ছে, তৃণমূলের নেতারা কুপন নিয়ে গেলেও তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কারন যেহেতু সেই নেতা দিলীপ যাদবের বিরুদ্ধে গোষ্ঠীর। শুধু তাই নয়, এরপরে স্বাস্থ্য কর্মীদের ওপরেও আক্রমণ করা হচ্ছে।” যদিও বিজেপির তোলা এই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে উত্তরপাড়া পৌরসভার পৌর প্রশাসক দিলীপ যাদব বলেন, “আমরা যতটা পেরেছি, নির্দিষ্ট নিয়ম মেনে মানুষকে ভ্যাকসিন দিয়েছি। সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার চেষ্টাকে কোনোভাবে যদি ব্যাহত করা হয়, তাহলে সেটা পৌরসভার মানবে না। কারও না জানা থাকলে তার জন্য পৌরসভার আধিকারিকরা আছেন, আমরা আছি। দু-একজন বিশৃংখলা সৃষ্টি করেছেন এবং স্বাস্থ্য কর্মীদের হেনস্তা করেছেন। আমি চাই, পুলিশে অভিযোগ করা হোক এবং তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক।” তবে গোটা ঘটনায় ভারতীয় জনতা পার্টি যে বাড়তি হাতিয়ার পেয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!