এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভ্যাকসিন নিয়ে মমতাকে নয়া চ্যালেঞ্জ দিলীপের, ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি!

ভ্যাকসিন নিয়ে মমতাকে নয়া চ্যালেঞ্জ দিলীপের, ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় যখন বিধানসভা নির্বাচন চলছে, তখন সেই নির্বাচনের নানা ইস্যু সত্ত্বেও প্রাসঙ্গিকতা পেতে শুরু করেছে করোনা ভাইরাস। যেখানে ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়ার পাশাপাশি তা ভয়াবহ আকার ধারণ করেছে বাংলায়। আর এই পরিস্থিতিতে নির্বাচনী মিটিং-মিছিলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমি মনোভাব তুলতে শুরু করেছেন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকার সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চায় বলে জানিয়ে দিচ্ছে রাজ্য বিজেপি। আর এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে যখন কেন্দ্র বনাম রাজ্যের সঙ্ঘাত চরমে, ঠিক তখনই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তোলা অক্সিজেনের অভাবের অভিযোগ সম্পূর্ণ রূপে খারিজ করে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখাক রাজ্য বলে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সেনাপতি। সূত্রের খবর, আজ রবিবার সুভাষ সরোবরে মর্নিং ওয়ার্ক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যেভাবে অক্সিজেনের অভাব নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, তা কার্যত খন্ডন করে দেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন বলছেন। টাকাও রেখেছেন। কেন্দ্র জানিয়েছে, তারা যেখান থেকে ভ্যাকসিন কেনে, রাজ্যও কিনতে পারবে। এবার উনি বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখাক।” অর্থাৎ ভোটের মরসুমে ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারবার বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা চাপে ফেলে দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে ভ্যাকসিন রাজ্য কিনতে পারবে বলে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে পাল্টা চাপের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলতে শুরু করেছেন, বাংলায় যখন নির্বাচন চলছে, তখন অবাধে প্রচার ও মিটিং-মিছিল চলার কারণে অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই ভারতবর্ষে যখন করোনা ভাইরাস বাড়ছে, তখন তার থেকে রক্ষা পাচ্ছে না বাংলা। আর এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে রাজ্য বনাম কেন্দ্রীয় সরকারের মধ্যে তৈরি হয়েছে দড়ি টানাটানি অবস্থা। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, রাজ্যের অক্সিজেন কেন্দ্র অন্য রাজ্যকে সরবরাহ করছে। এমনকি ভ্যাকসিন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি।

তবে এবার নিজের মন্তব্যের মধ্যে দিয়ে “রাজ্যবাসীকে সেই ভ্যাকসিন দিক তৃণমূল সরকার” বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের করা এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে এবার রাজ্যবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!