এখন পড়ছেন
হোম > জাতীয় > ভ্যাকসিন নিয়ে সমস্যা তুঙ্গে! শীর্ষ আদালতের নোটিশ পেল কেন্দ্র!

ভ্যাকসিন নিয়ে সমস্যা তুঙ্গে! শীর্ষ আদালতের নোটিশ পেল কেন্দ্র!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে মাঝেমধ্যেই নানা সমস্যা সামনে আসছে। মাঝেমধ্যেই অভিযোগ উঠেছে, সেই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার আগে তার ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকমত করা হয়নি। এমনকি এই গোটা বিষয়টি নিয়ে দায়ের হয়েছিল মামলা। অবশেষে সেই মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হল কেন্দ্রীয় সরকারকে। যেখানে ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার আগে ক্লিনিকাল ট্রায়াল করা হয়েছিল কিনা এবং সেই ট্রায়ালে কি তথ্য পাওয়া গিয়েছে, এখন তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। যার ফলে কেন্দ্রীয় সরকারের চাপ অনেকটাই বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ দেওয়া হয়। যেখানে বলা হয়, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল, সেই সময় কি তথ্য সামনে এসেছিল! বলা বাহুল্য, এই রকম একটি বিষয় নিয়েই ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ ইমিউনাইজেশনের প্রাক্তন সদস্য একটি মামলা করেন। মূলত, ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হলেও, তা নিয়ে নানা সময় নানা সমস্যা হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর সেই মত করেই মানুষের সুস্থতার কথা মাথায় রেখে ক্লিনিক্যাল ট্রায়ালে কি উঠে এসেছিল, তার তথ্য সামনে আনার জন্যই এই মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে সেই ব্যাপারে কেন্দ্রের কাছে প্রশ্ন করে গোটা ব্যাপারটি সম্পর্কে অবহিত হতে চাইল দেশের শীর্ষ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, করোনা ভাইরাসকে মোকাবিলা করতে ইতিমধ্যেই দুই প্রকার ভ্যাকসিন ভারতবর্ষে সাধারণ মানুষকে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে সেই ভ্যাকসিন নেওয়ার পর সাধারণ মানুষের শরীরে তেমন কোনো জটিলতা সামনে না হলেও তা নিয়ে অনেকেই চিন্তিত এক্ষেত্রে ট্রায়ালের সময় কি তথ্য সামনে এসেছিল, তা জানার জন্য কৌতুহল প্রকাশ করা হয়েছে। তবে এই গোটা বিষয়টি নিয়ে মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এবার সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার নোটিশ পেতেই চাঞ্চল্য তৈরি হল। সব মিলিয়ে শীর্ষ আদালতের এই নোটিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কি জবাব দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!