এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভ্যাকসিন নিয়ে তৃণমূলের দুর্নীতি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দিলীপ!

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের দুর্নীতি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে দুর্নীতি এবং কাটমানি নেওয়ার অভিযোগ তুলতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে। এক্ষেত্রে সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজেও তৃণমূল নেতারা কাটমানি নিচ্ছে বলে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি। আর এবার ভ্যাকসিনের ক্ষেত্রেও সেই কাটমানি নেওয়ার অভিযোগ তুলতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে‌। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যখন আকাল তৈরি হয়েছে, তখন দিলীপ ঘোষের এই ধরনের অভিযোগ রীতিমতো চাপের মুখে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে ভ্যাকসিনের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে দাবি করতে দেখা যায় তাকে। মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “রাজ্যে ভ্যাকসিনের পেছনে রয়েছে কালোবাজারি। বাংলার সাধারন মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন। 250 টাকা থেকে 1250 টাকা পর্যন্ত দিতে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। তা না হলে বলা হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হবে না। এটাই এখানকার বাস্তব। তৃণমূলের নেতারা যাদের নাম কাগজে লিখছেন, তারাই কেবলমাত্র ভ্যাকসিন পাচ্ছেন। এই আবহাওয়াতে সাধারণ মানুষকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে তারপর ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তৃণমূল নেতা কর্মীরাই ভ্যাকসিন পাচ্ছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপির রাজ্য সভাপতির এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। যেখানে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করা হচ্ছে, সেখানে দিলীপ ঘোষের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সরকারের মধ্যে ব্যাপক দ্বৈরথ তৈরি হয়েছে।

বর্তমানে গোটা রাজ্যজুড়ে কো-ভ্যাকসিনের আকাল দেখা দিতে শুরু করেছে। যার ফলে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে সেই ভ্যাকসিন নিয়ে কালোবাজারি এবং দুর্নীতি হচ্ছে বলে বিস্ফোরক দাবি করে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে কার যুক্তি সত্যি? দিলীপ ঘোষের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!