এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভ্যাকসিন শংসাপত্রে মোদীর ছবি, বেনজির আক্রমণে মমতা! জেনে নিন!

ভ্যাকসিন শংসাপত্রে মোদীর ছবি, বেনজির আক্রমণে মমতা! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করার পর যে সার্টিফিকেট বের হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার হয়েছে বিরোধীরা। কেন এভাবে প্রচার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তবে সম্প্রতি এই ব্যাপারে একটি বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে টিকা নেওয়ার পরেও মানুষ যাতে সচেতন থাকেন, তাঁর জন্যই এই সার্টিফিকেট এবং সেখানে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে এবার এই গোটা বিষয় নিয়ে সরব হলেন পোস্ট তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গোটা বিষয়টি বাড়াবাড়ি হচ্ছে বলে জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্লেষাত্মক আক্রমণেও বিধলেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের যে সার্টিফিকেট, সেখানে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে কড়া বার্তা দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধরুন আমি আপনার সমর্থক নই। কেন আমি আপনার ছবি নেব? বাধ্যতামূলকভাবে কোভিড সার্টিফিকেটে আপনার ছবি দিচ্ছেন। আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু আমাকে আপনার ছবি বয়ে নিয়ে বেড়াতে হবে কেন? সাধারণ মানুষের স্বাধীনতা কোথায় এবার ডেথ সার্টিফিকেটেও আপনার ছবি লাগাতে দিন। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।” অর্থাৎ গোটা বিষয়টি আত্মপ্রচার করা হচ্ছে বলে বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

পর্যবেক্ষকদের মতে, যত দিন যাচ্ছে, ততই বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে গেরুয়া শিবিরকে কোণঠাসা করে দেওয়ার কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। 2024 এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করে বিজেপির উপর আরও বেশি করে চাপ সৃষ্টি করার পথেই হেঁটেছেন তৃণমূল নেত্রী। আর এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার পর সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া নিয়ে মানুষের স্বাধীনতা নেই বলে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যার ফলে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার অত্যন্ত চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!