এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভ্যাকসিনের লাইনে পুলিশের চরম দুর্ব্যবহার, টিকা না নিয়েই হাসপাতাল ছাড়লেন ক্ষুব্ধ মহিলা

ভ্যাকসিনের লাইনে পুলিশের চরম দুর্ব্যবহার, টিকা না নিয়েই হাসপাতাল ছাড়লেন ক্ষুব্ধ মহিলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে কিছুদিন ধরে চলছে কোভিশিল্ডের প্রচন্ড অভাব। টিকা নিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে বহু মানুষকে। দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে, তবে হয়তো মিলছে ভ্যাকসিন। এই পরিস্থিতিতে গতকাল যাদবপুর থেকে ভ্যাকসিন নিতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন এক মহিলা। স্কুটি চালিয়ে এসেছিলেন তিনি, দাঁড়িয়েছিলেন লাইনে। যাদবপুরে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে টিকা না মেলায় এসএসকেএমে এসেছিলেন তিনি। সেখানে পুলিশের বিরুদ্ধে চরম দুর্ব্যবহারের অভিযোগ করেছেন তিনি।

তিনি অভিযোগ করেছেন, লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়ার আগে ফরম দেয়া হয়েছিল। ফরম ফিলাপ করার জন্য পুলিশের কাছে তিনি একটি পেন পেয়েছিলেন। করোনার কারণ দেখিয়ে পেন দিতে রাজি হলেন না পুলিশকর্মী। বিষয়টি নিয়ে বচসা বাধে তাঁর সঙ্গে। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করে তাকে ঘাড় ধাক্কা দেন এই পুলিশকর্মী। এরপর টিকা না নিয়েই তিনি লাইন থেকে চলে যান। এরপর তিনি যোগাযোগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর সঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, সেসময় এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডের সামনে ছিলেন মদন মিত্র। মদন মিত্রর কাছে তিনি অভিযোগ করেন পুলিশ কর্মীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ শোনার পর তিনি মহিলাকে ভ্যাকসিন নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু ভ্যাকসিন নেন নি তিনি। জানান যে, তিনি অসুস্থ, তাঁর ডায়াবেটিস রয়েছে, সেই সঙ্গে স্পাইনাল কর্ডের সমস্যা আছে। এভাবে হেনস্থা করার পর তাঁর পক্ষে অপেক্ষা করা আর সম্ভব নয়। হাসপাতাল থেকে বেরিয়ে চলে যান তিনি। গতকালের এই ঘটনা যথেষ্ট শোরগোল বাধিয়ে দেয় হাসপাতাল চত্বরে। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক মদন মিত্র। তিনি জানালেন, দু-একজনের জন্য হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।

মদন মিত্র জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু দু-একজনের জন্য নষ্ট হচ্ছে ভাবমূর্তি। স্বাস্থ্য ভবনে গিয়ে বিষয়টি তিনি জানাতে চলেছেন। প্রয়োজনে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। গতকাল ক্ষুব্ধ হয়ে এই মহিলা মদন মিত্রকে জানিয়েছেন যে, টিকা নেওয়া হলো তাঁর অধিকার। কেন তাঁকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে? তিনি জানান, এই হাসপাতাল সরকারের, হাসপাতাল পুলিশ কর্মীর নয়। ভ্যাকসিন নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন মদন মিত্র। কিন্তু টিকা না নিয়েই চলে যান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!