এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাগ্য পরীক্ষার দিনেই পরিবারের এই সদস্যকে নিয়ে বিপাকের মুখে মমতা! জেনে নিন!

ভাগ্য পরীক্ষার দিনেই পরিবারের এই সদস্যকে নিয়ে বিপাকের মুখে মমতা! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যখন ভবানীপুরের নির্বাচন ঘিরে তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীরা তৎপরতা দেখাতে শুরু করেছেন, ঠিক তখনই আদালতের নির্দেশে ব্যাপক চাপে পড়ে গেল ঘাসফুল শিবির। বলা ভালো, তৃণমূল অপেক্ষা এই ঘটনায় সবথেকে বেশি চাপে পড়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কয়লা কান্ডে জেরা করবার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি রুজিরা বন্দোপাধ্যায়কে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন তৈরি হয়েছিল। যেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দেওয়ার ক্ষেত্রে ছাড় চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই আবেদনকে মান্যতা দিল না পাতিয়ালা হাউস কোর্ট। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি হাজিরা দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কয়লা কাণ্ডে সশরীরে তাকে হাজিরা দিতে হবে। মূলত এর আগে করোনা ভাইরাসের কারণে হাজিরা দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি। কিন্তু এদিন ভিডিও কনফারেন্সে হাজিরা দেওয়ার পর তাকে সশরীরে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দিল পাতিয়ালা হাউস কোর্ট।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যে যাই বলুন না কেন, এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বৃদ্ধি পেল। স্বাভাবিকভাবেই এর পরিপ্রেক্ষিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। কিন্তু ঘাসফুল শিবির যে ভবানীপুরের উপনির্বাচনের দিনৈই যথেষ্ট ধাক্কা খেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!