এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাইপোই ওর আসল নাম! একুশের মহাযুদ্ধের আগে নাম না করে বাবুল সুপ্রিয়র চড়া কটাক্ষ নিয়ে চর্চা

ভাইপোই ওর আসল নাম! একুশের মহাযুদ্ধের আগে নাম না করে বাবুল সুপ্রিয়র চড়া কটাক্ষ নিয়ে চর্চা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ বাংলার রাজনীতিতে চলছে সম্মোধন বিতর্ক। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে টানটান উত্তেজনা বাংলার রাজনীতিতে। মূলত বাংলার মসনদ দখলের যুদ্ধে এই মুহূর্তে প্রধান দুই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল এবং বিজেপি। আর প্রতিপক্ষ হবার দরুণ একে অপরকে করে যাচ্ছেন অহরহ আক্রমণ, তীব্র কটাক্ষ। সম্প্রতি গেরুয়া শিবিরের নেতারা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ নামে অভিহিত করা হয় তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন বিজেপি নেতাদের বিরুদ্ধে। কিন্তু গেরুয়া শিবিরের নেতারাও ছাড়বার পাত্র নয়।

এবার কেন্দ্রীয় নেতা বাবুল সুপ্রিয়র তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তীব্র কটাক্ষ সহযোগে এদিন তিনি জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম যে ‘ভাইপো’ সে ব্যাপারে তিনি নিশ্চিত করছেন। কয়েকদিন আগেই সাতগাছিয়া সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা মন্ত্রীদের চ্যালেঞ্জ করেছিলেন, তাঁর নাম নেওয়ার সাহস কারোর নেই। তাই তাঁকে ‘ভাইপো’ বলে অভিহিত করা হয়। পাশাপাশি তিনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ‘গুন্ডা’, কৈলাস বিজয়বর্গীয়কে ‘বহিরাগত’ বলে প্রকাশ্যে আক্রমণ চালিয়েছিলেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলা করা হোক।

যদিও ‘গুন্ডা’ সম্বোধনের ভিত্তিতে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই সম্প্রতি জবাব দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁকে চোর, ডাকাত বলে অভিহিত করেন সৌমিত্র। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলেও তিনি অভিযোগ করেন।পাশাপাশি সৌমিত্র খাঁও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তাঁর বিরুদ্ধে মামলা করার কথা বলেছিলেন। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিন্দুমাত্র রেয়াত করেননি বাবুল সুপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিষেক সম্পর্কে বাবুল এদিন দাম্ভিকতার অভিযোগ করেন। পাশাপাশি অভিষেকের দাম্ভিকতা প্রসঙ্গে তিনি বোকাবোকা উচ্ছ্বাসের প্রসঙ্গ তুলে ধরেন। এছাড়াও সংসদে যাওয়া নিয়েও এদিন বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে কথা বলেন। তাঁর মতে, অভিষেক প্রথমত সংসদে যাননা। আর গেলেও উল্লেখযোগ্য কিছুই বলেননা। সেপ্টেম্বর মাসে বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ ধরানো হয়েছিল অভিষেকের পক্ষ থেকে। ফেসবুক লাইভে অভিষেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমানবিক অক্লান্ত পরিশ্রমের কথা বলেছিলেন।

আর এই ‘অমানবিক’ কথাটি ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের মহাযুদ্ধ যত এগিয়ে আসছে ততই তৃণমূল ও বিজেপির আক্রমণ, প্রতি আক্রমণের ধার বাড়ছে। অন্যদিকে বাবুল সুপ্রিয়র তীব্র কটাক্ষ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চলছে তীব্র চর্চা। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির প্রধান প্রতিপক্ষ কিন্তু ক্রমশ হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেক্ষেত্রে এই দুজনকেই গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের চড়া কটাক্ষের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!