এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভাইপোকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কৈলাশের! শোরগোল রাজ্যে!

ভাইপোকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কৈলাশের! শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় বিভিন্ন সভা থেকে বিজেপি নেতারা “ভাইপো” বলে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছেন। আর এই “ভাইপো” শব্দ প্রয়োগ করে বিজেপি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করছেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। কেননা তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি এখন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড বলেই দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূল এখন পিসি-ভাইপোর কোম্পানি হিসেবে পরিণত হয়ে গেছে।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর “তোলাবাজ ভাইপো হটাও” বলে শ্লোগান দিতে শুরু করেছেন। সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই হানা ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। যে ঘটনাটি ইস্যু করে বিজেপির পক্ষ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে। আর নন্দীগ্রামের মাটি থেকে এই ব্যাপারে প্রশ্ন তুলে “ভাইপোকে জেলে যেতে হবে” বলে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। যার ফলে কার্যত শোরগোল সৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে বিজেপির সভায় উপস্থিত হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “গরু মাফিয়া কে! কয়লা মাফিয়া কে! বিনয় মিশ্রের সঙ্গে বিদেশে গিয়েছিলেন ভাইপো। কে এই বিনয় মিশ্র! সিবিআই চেপে ধরলেই জেলে যেতে হবে ভাইপোকে।” স্বাভাবিকভাবেই কৈলাস বিজয়বর্গীয় “ভাইপো” শব্দ উচ্চারণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যে হুঁশিয়ারি দিলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

বলাবাহুল্য বিজেপির পক্ষ থেকে যখন শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো ফোটাও বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন ঠিক তখনই তার পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি ফাঁসিকাঠে দাঁড়াতে রাজি। কিন্তু এদিন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনয় মিশ্র সম্পর্কের কথা তুলে ধরে নাম না করে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে কার্যত শোরগোল তুলে দিলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয় বলেই দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, কৈলাসবাবু একথা বলে তীব্র বিতর্ক সৃষ্টি করলেন। এমনিতেই বর্তমানে দিলীপ ঘোষ থেকে শুরু করে সায়ন্তন বসুর মত বিজেপি নেতারা ক্ষমতায় এলে তৃণমূল নেতা থেকে শুরু করে তৃণমূল ঘেষা পুলিশদের দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। যার ফলে অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তাহলে ক্ষমতায় আসলে বিজেপিও প্রতিহিংসার রাজনীতি শুরু করবে! আর এই পরিস্থিতিতে যেভাবে সিবিআই ঠিক মত চেপে ধরলে ভাইপোকে জেলে যেতে হবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি কেন্দ্রীয় নেতা, তাতে তার এই মন্তব্যকে কেন্দ্র করে এখন তৃণমূলের পক্ষ থেকে যে ব্যাপক প্রশ্ন তোলা হবে, তা বলার অপেক্ষা রাখে না।

কেননা তৃণমূলের পক্ষ থেকে এমনিতেই সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে দাবি করা হয়। সেদিক থেকে সিবিআইকে ব্যবহার করে ভাইপোকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কৈলাস বিজয়বর্গীয় মুখ থেকে শোনা যাওয়ায় রাজ্য রাজনীতিতে বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে উত্তাপ বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!