এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাঙ্গা পায়েই বাংলা ঘুরব” হুইলচেয়ারে বসেই দাবি মমতার, বিজেপির উদ্দেশ্যে দিলেন হুংকার!

ভাঙ্গা পায়েই বাংলা ঘুরব” হুইলচেয়ারে বসেই দাবি মমতার, বিজেপির উদ্দেশ্যে দিলেন হুংকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই হাসপাতালের বেড থেকে তিনি জানিয়ে দিয়েছিলেন, কিছুদিন তার কষ্ট হলেও তিনি হুইলচেয়ার করেই পরবর্তী রাজনৈতিক কর্মসূচি করবেন। যেমন কথা ঠিক তেমন কাজ। পায়ে আঘাত পাওয়ার পর এবার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ দুপুরে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করে একটি সভায় যোগ দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। আর সেখান থেকেই আগামী দিনে তার পায়ে আঘাত লাগলেও যে তিনি সমস্ত রাজনৈতিক কর্মসূচি এভাবেই করতে থাকবেন, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন হাজরা মোড়ে উপস্থিত হয়ে হুইলচেয়ারে করেই মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বক্তব্য রাখতে দেখা যায় তাকে। মাইক হাতে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকলকে অভিনন্দন। এমনিতেই পাঁচ ছয় দিন নষ্ট হয়েছে। সোমবার থেকে পুরুলিয়া সফর দিয়ে প্রচার শুরু করব। এটুকুই বলব, জীবনে অনেক আঘাত লড়াই পেরিয়েছি। চক্রান্ত যারা করছে আমার বিরুদ্ধে, তাদের বলতে চাই, বের হতেই হবে আমাকে। সেই মনের জোর আপনাদের কাছ থেকে পেয়েছি। এই কদিন মা মাটি মানুষ যেভাবে উদ্বিগ্ন ছিল, তাতে আমি কৃতজ্ঞ‌। আমার যন্ত্রণা আছে। তবে শারীরিক যন্ত্রণা থেকেও বড় হৃদয়ের যন্ত্রণা। আমি হেঁটে চলা লোক। আঘাতের কালো দাগে ভর্তি আমার সারা শরীর। মনে রাখবেন, আহত বাঘ আরও ভয়ঙ্কর।”

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে করে সভায় হাজির হয়ে এই ধরনের বক্তব্য রেখে দুটি দিক তুলে ধরার চেষ্টা করলেন। একদিকে তিনি যেমন বোঝানোর চেষ্টা করলেন, মানুষের অসুবিধা হলে তার যতই বিপদ হোক না কেন, তিনি ময়দানে নামবেন। ঠিক তেমনই তিনি বুঝিয়ে দিলেন, তাকে আঘাত করে কেউ বা কারা কোন রকমেই তার গতি স্তব্ধ করতে পারবে না। অর্থাৎ তার এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল যে, তিনি বিজেপির বিরুদ্ধে এদিনের সভা থেকে সুর চড়ালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জনসংযোগ করতে গিয়ে ভিড়ের চাপে তার গাড়ি বন্ধ হয়ে যায়। আর তারপরেই পায়ে আঘাত লাগে তৃণমূল নেত্রীর। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর থেকেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হামলা করা হয়েছে। যদিও বা সেই অভিযোগ নস্যাৎ করে দেয় বিরোধীরা। তাদের পাল্টা দাবি, আসলে সহানুভূতি পাওয়ার জন্য এই সমস্ত নাটক করছেন তৃণমূল নেত্রী।

আর এই পরিস্থিতিতে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করে রাজ্যজুড়ে প্রচার করে বেড়াবেন বলেই জানিয়ে দিয়েছিল তার ঘনিষ্ঠ মহলের একাংশ। অবশেষে পায়ে আঘাত লাগার পর এবার প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে এসে আগামী দিনেও তার যতই আঘাত হোক, তিনি যে এভাবেই বিজেপির বিরুদ্ধে প্রচার করে যাবেন, তা কার্যত নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে হুইলচেয়ারে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!