এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভাঙ্গনরোধে কার্যত নাজেহাল গেরুয়া শিবির, একের পর এক হেভিওয়েটের ক্ষোভ ও অভিযোগের পালা

ভাঙ্গনরোধে কার্যত নাজেহাল গেরুয়া শিবির, একের পর এক হেভিওয়েটের ক্ষোভ ও অভিযোগের পালা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অসফল হওয়ার পর থেকেই বিজেপির একাধিক নেতৃত্ব দলের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়ে উঠেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারিত করে দেবার পর ক্ষোভ প্রকাশ করতে দেখা দিয়েছিল বাবুল সুপ্রিয়কে। আর গত শনিবার রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি জানান, নির্বাচনের আগে কিছু ব্যাপার নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর মতান্তর ঘটেছিল। দলে থাকলে তা হতেই পারে। তাঁর কথায়, দলের সিনিয়র নেতাদের মতানৈক্যতে দলের ক্ষতি হচ্ছে। জিরো গ্রাউন্ডে দলের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে, তা বুঝতে গেলে রকেট বিজ্ঞানের মতে জ্ঞানের দরকার হয় না।

এবার, বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করতে পারেন এমন একটা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ অন্য কোনো দলে তিনি যাচ্ছেন না, তা তিনি নিশ্চিতভাবে বলছেন, এই লাইনটি একাধিকবার মুছে দিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, গতকাল বাবুল সুপ্রিয়র সঙ্গে তিনি কথা বলেছেন। বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বলে মন্ত্রিসভা থেকে বসিয়ে দেয়া হয়েছে তাঁকে। বাবুল সুপ্রিয়র সঙ্গে যা করা হয়েছে, তা অন্যায়। দলের মধ্যে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সমস্যা হয়েছিল। তাঁকে রাজনীতি না ছাড়ার পরামর্শ দিয়েছেন। তবে, তিনি দলে যোগ দেবেন কিনা? তা ঠিক করবেন দলনেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয়কে নিয়ে যেমন দলের অস্বস্তি চরমে উঠেছে, তেমনি এক সময় দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি অভিযোগ করেছেন, বারবার দিল্লিতে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, চিটিংবাজ নিয়ে দল ভরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পর্যন্ত কটাক্ষ করেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, বিজেপির রাজ্য সভাপতি একজন অদ্ভুত লোক। তিনি কিছু বোঝেন না, বুঝতেও চান না।

তাঁর এই বক্তব্যের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জোকার বলে কটাক্ষ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সৌমিত্র খাঁ যদি এসব প্রলাপ বকা বন্ধ না করেন, তবে দলের নিয়ম শেখাতে হবে তাঁকে। এভাবে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন একের পর এক হেভিওয়েট। যা নিয়ে নানা বিতর্ক বেড়েছে। আবার এর সঙ্গে দেখা দিচ্ছে দলের তীব্র ভাঙ্গনের আশঙ্কা, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!