ভাঙ্গড়ে গনপিটুনিতে মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ, গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি! রাজ্য July 8, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে একের পর এক জায়গায় গণপিটুনিতে মৃত্যু হচ্ছে বিভিন্ন ব্যক্তির। সম্প্রতি ভাঙ্গড়ে চোর সন্দেহে মৃত্যু হয় আজগর মোল্লা নামে এক ব্যক্তির। আর তারপরেই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পদক্ষেপ নিল পুলিশ। যেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হলো।সূত্রের খবর, এদিন ভাঙ্গড়ের গণ পিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। যেখানে ভাঙ্গর বাজারে এক দোকানের মালিক সহিরুল মোল্লা এবং এক ব্যবসায়ী সৈকত মন্ডলকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনার দিন কি হয়েছিল, সেই নিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রাজ্যে ক্রমশ এই ধরনের ঘটনা ঘটার কারণে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই ভাঙ্গড়ের ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হলো। তবে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে আর কি কি রহস্য উন্মোচন করতে সক্ষম হয় পুলিশ, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -