এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভাঙ্গন আটকানোই বড় চ্যালেঞ্জ! রণনীতি তৈরি করতে বিধানসভায় সুকান্ত!

ভাঙ্গন আটকানোই বড় চ্যালেঞ্জ! রণনীতি তৈরি করতে বিধানসভায় সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করার পরেই বিরাট বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই রাজ্য বিজেপির সভাপতি পদে নিয়ে আসা হয় বড়সড় পরিবর্তন। যেখানে দিলীপ ঘোষকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। আর দায়িত্ব পাওয়ার পরেই সকলকে নিয়ে চলার কথা শোনা যায় বিজেপির নতুন রাজ্য সভাপতির গলায়।

এদিকে রাজ্য সভাপতি হওয়ার পর সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার। স্বাভাবিকভাবেই কি কারণে তাকে দিল্লিতে ডাকা হয়েছে, তা নিয়ে গুঞ্জন ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্তবাবুর কাছে যে সব থেকে বড় চ্যালেঞ্জ দলের ভাঙ্গন আটকানো, তা কার্যত পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে একাধিক পরামর্শ পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে বর্তমান পরিস্থিতিতে যাতে দল থেকে আর কেউ অন্য কোনো দলে চলে না যান, তার জন্য সুকান্তবাবুকে পরামর্শ দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে খবর। আর কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশ পেয়েই রাজ্যে ফিরে তড়িঘড়ি শুক্রবার বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থ্যাৎ দলের সমস্ত বিধায়কদের সঙ্গে আলোচনা করে ভাঙন আটকাতেই এখন সবথেকে বেশি মনোযোগী হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি বলেই দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের জায়গা পাওয়ার পর থেকেই তাদের দলে ভাঙন ধরতে শুরু করেছে। তবে রাজ্য সভাপতি পদে পরিবর্তন হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু তারপরেও আতঙ্ক বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। আর দিল্লী গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেয়ে এবার দলের ভাঙ্গন আটকাতে আগামীকাল রাজ্য বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে সরাসরি ময়দানে নেমে সুকান্তবাবু ভাঙ্গন আটকাতে কতটা সাফল্য পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!