এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভাঙ্গন আটকাতে মুকুলকে নিয়ে চিন্তন শুরু বিজেপির, পেতে চলেছেন বড় জায়গা! বাড়ছে গুঞ্জন!

ভাঙ্গন আটকাতে মুকুলকে নিয়ে চিন্তন শুরু বিজেপির, পেতে চলেছেন বড় জায়গা! বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সরকার গঠন এবং বিরোধী দলনেতা গঠন হয়ে গেলেও, রাজ্য বিধানসভার একাধিক কমিটির চেয়ারম্যান কে হবে, এখন তা নিয়ে রীতিমত জল্পনা তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম বিরোধীদের দখলে থাকা পিএসসি কমিটির চেয়ারম্যান। মূলত, প্রথম থেকেই বলে আসা হয়েছিল, এই কমিটির চেয়ারম্যান করা হতে পারে বিজেপি বিধায়ক মুকুল রায়কে। কিন্তু ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে মুকুল রায়ের। বর্তমানে সহধর্মিনীর অসুস্থতা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার মাঝে অনেক জল বয়ে গিয়েছে। তার সহধর্মিনীকে দেখতে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন মুকুলবাবুর পুত্র শুভ্রাংশু রায়।

আর এই পরিস্থিতিতে মুকুলবাবুর সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে বলে দাবি করতে শুরু করেছেন একাংশ। আর তার মাঝেই নিজেদের দখলে থাকা পিএসসি কমিটির চেয়ারম্যান নিয়ে এখন ভাবনা শুরু করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। একাংশ বলছেন, বয়সে অনেক ছোট শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার কারনে এবং দলে ঠিক মত জায়গা না পাওয়ার কারণে মুকুলবাবু এখন অনেকটাই ক্ষুব্ধ। তাই ভোটে জয়লাভের পর থেকে সেভাবে তাকে দলের কোনো কাজে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না।

যদিও বা মুকুলবাবু জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতে থাকবেন। তবে মুকুল রায়ের গতিবিধি যে খুব একটা ভালো ঠেকছে না ভারতীয় জনতা পার্টির কাছে, তা বলাই যায়। তাই এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল, পিএসসি কমিটির চেয়ারম্যান করা হতে পারে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে। তবে সেই জল্পনাকে কিছুটা পেছনে ফেলে মুকুল রায়কে যাতে এই কমিটির চেয়ারম্যান করা যায়, তার জন্য আলোচনা শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে একসময় কংগ্রেস নিজেদের মতো করে পিএসসি কমিটির চেয়ারম্যান কাকে করা হবে, তার নাম প্রস্তাব করেছিল। তবে কংগ্রেস এই প্রস্তাবকে খারিজ করে দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা বলে সেই কমিটির চেয়ারম্যান করেছিলেন কংগ্রেসের বিধায়ক মানস ভূঁইয়াকে। আর এরপরই কংগ্রেসের পক্ষ থেকে চরম বিরোধিতা করার কারণে সেই মানসবাবু পরবর্তীতে যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় খুব একটা ভালো জায়গা না পাওয়ার কারণে তিনি বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে দাবি। সেদিক থেকে মুকুলবাবুর নাম প্রস্তাব না করে যদি অন্য কোনো বিধায়কের নাম প্রস্তাব করা হয় এবং তারপর অধ্যক্ষ অতীতের মত নিজের ক্ষমতাবলে মুকুলবাবুর নাম প্রস্তাব করেন, তাহলে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেতে পারে। যা বিজেপির কাছে আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রথম থেকেই মুকুলবাবুর নাম পিএসসি কমিটির চেয়ারম্যান করার ব্যাপারে প্রস্তাব করে বিজেপি শ্যাম এবং কুল দুই রক্ষা করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, গত লোকসভা নির্বাচনে এই মুকুল রায়ের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনার জন্য পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি। প্রথম তৃণমূলে ধাক্কা দিয়ে বিজেপিতে এসে একের পর এক গুরুত্বপূর্ণ নেতাদের গেরুয়া শিবিরের পতাকা ধরতে সক্ষম হয়েছিলেন মুকুল রায়। কিন্তু বিধানসভা নির্বাচনে তার ক্ষমতা অনেকটাই খর্ব করে তাকে একটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে দেয় ভারতীয় জনতা পার্টি। যার ফলে সারা রাজ্য জুড়ে সেভাবে কাজ করতে পারেননি তিনি। আর এই বিষয়টি নিয়ে যে মোটেই খুশি ছিলেন না মুকুল রায়, তা বর্তমানে তার নানা পদক্ষেপের মধ্যে দিয়েই পরিষ্কার। ক্রমাগত তার দলবলের জল্পনা তৈরি হয়েছে।

যদিও বা এই প্রসঙ্গে কিছুই বলেননি বঙ্গ বিজেপির চাণক্য। তবে বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় তৃণমূলের ঘনিষ্ঠ না হয় এবং তাকে যাতে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে সম্মান দেওয়া হয়, তার জন্য এবার কৌশল অবলম্বন করছে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত মুকুল রায়কে পিএসসি কমিটির চেয়ারম্যান করার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও বা এই ব্যাপারে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা বলেন, “আমরা বসে আলোচনা করে কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেব।” সব মিলিয়ে পিএসসি কমিটির চেয়ারম্যান বিজেপির পক্ষ থেকে কাকে করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!