এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > ভ্যাপসা গরমে স্বস্তির বার্তা, দক্ষিণবঙ্গের দোড়গোড়ায় বর্ষা ! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস !

ভ্যাপসা গরমে স্বস্তির বার্তা, দক্ষিণবঙ্গের দোড়গোড়ায় বর্ষা ! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আদ্রতা জনিত কারণে প্রচন্ড গরমে অস্বস্তিতে বঙ্গবাসী । কোন প্রকারের মিলছে না স্বস্তি যার ফলে  যদিও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাচ্ছেনা কোনো মতেই বঙ্গবাসী ।যদিও উত্তরবঙ্গে  ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একেবারে উল্ট । তবে শেষ পর্যন্ত এবার  দক্ষিণবঙ্গের জন্য  স্বস্তির বাণী  শোনালো হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া  দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আগামী 16 জুনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস র‍য়েছে ।  আগামী ১৫ই জুন বুধবার সকালের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা যেমন  দুই 24 পরগনা ,পূর্ব মেদিনীপুর, হাওড়া , হুগলি , পুরুলিয়া, ঝারগ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । এদিন শহর কলকাতায় এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 29 ডিগ্রী সেলসিয়াস থাকবে যা স্বাভাবিক থেকে 3° বেশি । সব মিলিয়ে এখন দেখার বিষয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী  বর্ষার আগমনে বঙ্গবাসী প্রচন্ড গরমে অস্বস্তিতে থেকে কতটা রেহাই মেলে সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!