এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাড়া বাড়লে জনতার চাপ, না বাড়লে মালিকের নাভিশ্বাস ! করোনাকালে মুশকিল আসানে সহায় সেই মমতা?

ভাড়া বাড়লে জনতার চাপ, না বাড়লে মালিকের নাভিশ্বাস ! করোনাকালে মুশকিল আসানে সহায় সেই মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে আংশিক লকডাউনের মত পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা গ্রহণ করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, সরকারি বাস কম করে চালানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ভাইরাস যখন ভয়াবহতার আকার ধারণ করেছে, তখন মানুষ কিছুটা হলেও গৃহমুখী। আর এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি বাস চালানো কার্যত সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বাস মালিকদের পক্ষে।

আর এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছে বেসরকারি বাস- মিনিবাস মালিকদের সংগঠন। তবে বর্তমানে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে এবং পুরো লকডাউনের মত পরিস্থিতি তৈরি হয়েছে, তখন যদি বাসভাড়া বৃদ্ধি করা হয়, তাহলে মানুষ আরও সমস্যার মুখে পড়বেন।

তবে একদিকে যেমন বাসভাড়া যাতে না বৃদ্ধি না হয়, ঠিক তেমনই বাস মালিকরা যাতে ক্ষুব্ধ না হয় তার জন্য হয়ত বা ভাড়া বাড়ানোর কথা বলেও, সরকারের নমনীয় এবং গ্রহণযোগ্য সিদ্ধান্তের জন্য পিছু হটতে হল সেই বাস মালিক সংগঠনকে। সূত্রের খবর, এদিন বরানগরে একটি বৈঠক করে বেসরকারি বাস মিনিবাস মালিকদের সংগঠন।

আর সেখানেই তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আপাতত বাসভাড়া বাড়ানোর জন্য তারা রাজ্য সরকারের ওপর কোনো চাপ বাড়াবেন না। তবে পেট্রোল-ডিজেলের উপর জিএসটি বসানোর দাবিতে আগামী 17 তারিখ বেলা 11 টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কলকাতার ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে ধরনা কর্মসূচির ডাক দিয়েছে এই সংগঠন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও যেভাবে তারা ভাড়া বৃদ্ধির দাবি থেকে কার্যত সরে এল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তারা এই ধরনের সুর নরম করল বলে মনে করছেন একাংশ।

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা আবারও কাজে দিল বলেই দাবি করতে দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের। একাংশ বলছেন, এই সময় যদি বাস ভাড়া বৃদ্ধি হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এক্ষেত্রে করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন এমনিতেই মানুষের রুজি-রুটির সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। তবে বাস মালিকরা যদি এই সময়ে ভাড়া বৃদ্ধির মত সিদ্ধান্ত নেন, তাহলে তা সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে ক্ষমতায় আসার পরই তৃণমূল সরকারের ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে বলে মনে করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত যেভাবে ভাড়া বৃদ্ধির দাবি থেকে সরে আসতে হল বেসরকারি বাস এবং মিনিবাস মালিক সংগঠনকে, তা সরকারকে অত্যন্ত স্বস্তি দিল বলেই মনে করছেন একাংশ।

অনেকে বলছেন, যেভাবে জ্বালানির দাম বাড়তে শুরু করেছিল, তাতে বেসরকারি বাস মালিকদের কাছে বাস চালানো নিয়ে তৈরি হয়েছিল সংশয়। একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে যাতে ভাড়া বৃদ্ধির বিষয়টি চিন্তাভাবনা করা যায়, তার জন্য আবেদন করেছিলেন তারা।

তাই অবশেষে গোটা বিষয়টি আপাতত সরিয়ে রাখল বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠন। যেখানে ভাড়া বৃদ্ধির আবেদন থেকে কার্যত সরে যেতে দেখা গেল তাকে। আর মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও যেভাবে বাস মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি থেকে সরে গেলেন, তাতে আলোচনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা কাজে দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!