এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাড়া বৃদ্ধি নয়, জানিয়ে দিলেন ফিরহাদ! পাল্টা ক্ষুব্ধ বাস মালিক সংগঠনের হুঁশিয়ারি!

ভাড়া বৃদ্ধি নয়, জানিয়ে দিলেন ফিরহাদ! পাল্টা ক্ষুব্ধ বাস মালিক সংগঠনের হুঁশিয়ারি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই রাজ্য পরিবহণ ব্যবস্থা কার্যত থমকে গিয়েছিল। তবে সম্প্রতি এই ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় রাজ্য সরকার। যেখানে বাস পরিষেবার চালুর কথা ঘোষণা করা হয়। কিন্তু তারপর থেকেই বেসরকারি বাস মালিক সংগঠনগুলো সরকারের কাছে দাবি জানাতে থাকে, অবিলম্বে ভাড়া বাড়াতে হবে। তা না হলে একদিকে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা চালু না হওয়ার কারণে তারা ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। তাই এখন যদি বাস পরিষেবা সম্পূর্ণরূপে চালু করতে হয়, তাহলে তাদের ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনো উপায় নেই।

এমনকি এই ব্যাপারে সরকারের কাছে আবেদন করার পাশাপাশি রাজ্যের পরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলোকে। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। আর এই পরিস্থিতিতে বাস মালিক সংগঠনগুলোর কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তার দিকে তাকিয়েছিলেন সকলে। অবশেষে বাস ভাড়া যে বাড়ানো হবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে মন্ত্রী নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পরেই পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো‌।

স্বাভাবিক ভাবেই বর্তমান পরিস্থিতিতে যখন 50 শতাংশ কর্মচারী নিয়ে বিভিন্ন সরকারি অফিস খুলে গিয়েছে, তখন মানুষের এক জায়গা থেকে শুরু করে অন্য জায়গায় পৌঁছানোর অন্যতম নির্ভরশীল ক্ষেত্র এই পরিবহন ব্যবস্থা। কিন্তু সেদিক থেকে বেসরকারি বাস মালিক সংগঠনগুলোর ভাড়া বৃদ্ধি না হওয়ার কারণে ঠিকমতো বাস রাস্তায় নামছে না। যার ফলে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যার মুখে পড়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধি করা হবে না বলে জানিয়ে দেওয়ার পরেই, সেই বেসরকারি বাস মালিক সংগঠনগুলো বড় পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে।

সূত্রের খবর, এদিন বাস ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে কার্যত সম্ভাবনার কথা নাকচ করে দেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপানো উচিত নয়। তাছাড়া করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাস ভাড়া বাড়ানো হবে না। এই মুহূর্তে কোনোমতেই বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়।” এদিকে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানোর পরেই রীতিমতো সরব হতে শুরু করেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। এদিন এই প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “বাস ভাড়া না বাড়ানোয় বাস চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে বাস মালিকরাও বলছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে অবিলম্বে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা উচিত. তা না হলে মালিকরা ঋণে জর্জরিত অবস্থায় কি করে বাস চালাবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে। যার ফলে বেসরকারি বাস ঠিকমতো রাস্তায় না নামাতে কার্যত দুর্বিষহ পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করছেন একাংশ। সেদিক থেকে সবথেকে বেশি সাধারণ মানুষকেই এই দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিকে সচল রাখতে কিছুটা হলেও বাস ভারা বৃদ্ধির দিকে মনযোগী হওয়া উচিত রাজ্য সরকারের। কেননা এই পরিস্থিতিতে যদি বাস ভাড়া বাড়ানো না হয়, তাহলে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস নামবে না। আর পর্যাপ্ত পরিমাণে বাস না নামলে ব্যাপক সমস্যায় পড়বেন জনতা জনার্দন। কেননা বাস মালিকদের যুক্তি একদিক থেকে ঠিক। বর্তমান পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে।

তার মধ্যে দীর্ঘদিন বাসগুলো বসে থাকার কারণে তাদের আয় ঠিকমত হয়নি। তাই এই পরিস্থিতিতে কিছুটা হলেও বাস ভাড়া বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া উচিত রাজ্য সরকারের বলেই দাবি করছেন একাংশ। যদিও বা শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বাসভাড়া বৃদ্ধি না করার সিদ্ধান্ত যদি রাজ্য সরকার অটুট থাকে, তাহলে বেসরকারি বাস মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!