এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভাড়ারে টান ভ্যাকসিনের, সিঁদুরে মেঘ আমজনতার,

ভাড়ারে টান ভ্যাকসিনের, সিঁদুরে মেঘ আমজনতার,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ রুখতে ভ্যাক্সিনেশনের ওপরে জোর দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। কিন্তু দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবের কারণে প্রবল হয়রানি সাধারণ মানুষের। দেখা যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না করোনার ভ্যাকসিন। ভ্যাকসিন পেতে বিশৃঙ্খল অবস্থা চলছে। কিছুদিন আগে রাজ্যে শুরু হয়েছিল কোভ্যাকসিনের অভাব। প্রথমবারের জন্য যারা কোভ্যাকসিন পেয়েছিলেন, দ্বিতীয়বারের ভ্যাকসিন পেতে তাদের নাজেহাল হতে হয়েছিল। আর এবার শুরু হলো কোভিশিল্ডের অভাব।

কলকাতাসহ রাজ্যের একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ডের অভাব শুরু হয়েছে। গতকাল রাতে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেখানকার ১০২ টি স্বাস্থ্যকেন্দ্র ও ৫০ টি মেগা সেন্টারে আজ কোভিশিল্ড দেবার কাজ স্থগিত রাখা হচ্ছে। এর কারণ হিসেবে জানানো হয়েছে, পুরসভার হাতে পর্যাপ্ত পরিমাণে কোভিশিল্ড নেই। এ প্রসঙ্গে পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ জানালেন যে, সরকারের কাছ থেকে কোভিশিল্ড পেলে আবার তা দেওয়া হবে। জানা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের মেডিকেল স্টোরে থাকা ৭০ হাজার ডোজ কোভিশিল্ড রাজ্যের অন্যত্র দিয়ে দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরসভার অপর এক আধিকারীক জানিয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যের হাতে যা কোভিশিল্ড আছে, তা দিয়ে তিন দিন টিকা দেওয়া যাবে। তিন দিন পর কি হবে? তা তিনি জানেন না। জানা গেছে, গতকাল রাজ্যের কাছে ১৯ লক্ষ কোভিশিল্ড, ৮-৯ লক্ষ কোভ্যাকসিন ছিল। জানা যাচ্ছে তেশরা আগস্ট এর পর ৩ লক্ষ ৭২ হাজার ডোজ কোভিশিল্ড রাজ্যে এসেছিল। আজ শুক্রবার আবার ৬ লক্ষ কোভিশিল্ড রাজ্যে আসতে পারে। এক আধিকারিক জানিয়েছেন, এ বিষয়ে নিশ্চিত ভাবে কোন কিছু জানানো হয়নি। তিনি ধারণা করছেন রবিবার বা সোমবারের আগে রাজ্যে ভ্যাকসিন আসার সম্ভাবনা কম।

রাজ্যে ভ্যাকসিনের অভাব সম্পর্কে ইতিপূর্বে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে, ভ্যাকসিন নিয়ে পশ্চিমবঙ্গে যেরকম অনিয়ম চলছে, যে ধরনের কালোবাজারি, জাল ভ্যাকসিন কান্ড চলছে তা নিয়ে এখানকার মানুষ অত্যন্ত বিব্রত। এই নিয়ে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের কাছে যা তথ্য আছে, তা পাওয়া যাবে কোউইন অ্যাপেও। এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৮৯০ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হয়েছে। কিন্তু ভ্যাকসিনের কোন হিসেব নেই। ৩০ লক্ষ ভ্যাকসিন এখনো পড়ে আছে, যা ব্যবহার করা হয়নি।

অন্যদিকে, গতকাল এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ভ্যাকসিন নিয়ে বৈষম্য করা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থক ও যে সমস্ত বুথে বিজেপি জয়লাভ করেছে, সেই সমস্ত এলাকায় মানুষকে টিকা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, রেলের জিএম সকলের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদেরকে তিনি বলেছেন যে, রেল, বিমানবন্দর, ইএসআই হাসপাতালের মত কেন্দ্রীয় স্বাস্থ্য পরিকাঠামো গুলিকে কাজে লাগিয়ে সরাসরি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!