এখন পড়ছেন
হোম > জাতীয় > ভার্চুয়ালেই ভরসা ! ফেসবুকে বিজেপির রাজনৈতিক প্রচারের খরচের বহর শুনলে চোখ কপালে উঠবে !

ভার্চুয়ালেই ভরসা ! ফেসবুকে বিজেপির রাজনৈতিক প্রচারের খরচের বহর শুনলে চোখ কপালে উঠবে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে তুলোধোনা করতে ছাড়ছে না কেউ। এর আগে ফেসবুকে বিজেপির উষ্কানিমূলক মন্তব্য, অশালীন মন্তব্য, ঘৃণা ছড়ানোর ঘটনাগুলিকে কোনো প্রতিবাদ ছাড়াই বরদাস্ত করে নেওয়ার অভিযোগ উঠেছিল ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বাম নেতারা যৌথভাবে এই ফেসবুক-বিজেপি আঁতাতের বিরুদ্ধে তখন সরব হয়েছিলেন। আর এরই মধ্যে ফেসবুকে বিজেপির রাজনৈতিক বিজ্ঞাপনী প্রচারে খরচের অঙ্ক দেখে ভিরমি খেয়েছেন অনেককেই।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস যেখানে ফেসবুক প্রচারাভিযানে খরচ করেছে মাত্র ১.৮৪ কোটি টাকা। সেখানে বিজেপি ৪.৬১ কোটির বেশি খরচ করে ফেলেছে বলে জানা গেছে। এরই সঙ্গে ভারত থেকে বিজ্ঞাপনী প্রচারে সর্বাধিক খরচ বহনকারীদের তালিকায় অন্য বিজ্ঞাপনদাতাও বিজেপির সাথে সংযুক্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চার বিজ্ঞাপনদাতাদের মধ্যে রয়েছে ‘মাই ফার্স্ট ভোট ফর মোদী’ যাদের খরচ ১.৩৯ কোটি টাকা, ‘ভারত কে মন কি বাত’ যাদের খরচ ২.২৪ কোটি টাকা, সাংসদ আর কে সিনহার একটি ফেসবুক পেজ, যাদের খরচ ০.৬৫ কোটি টাকা এবং ‘নেশন উইথ নমো’ নামক একটি ওয়েবসাইট যাদের খরচ ১.২৮ কোটি। এই খবর সামনে আসার পরই চোখ কপালে উঠেছে বিরোধীদের।

বিজ্ঞাপনগুলি শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়াও ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে ‘মাই ফাস্ট ভোট ফর মোদী’, ‘ভারত কে মন কি বাত’ নামক দুই ফেসবুক পেজ এবং ‘নেশন উইথ নমো’ ওয়েবসাইটের সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক না থাকলেও, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার সময় উল্লিখিত ঠিকানা হিসেবে নথিভুক্ত রয়েছে ‘৬-এ, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ, মিন্টো ব্রিজ কলোনি, বড়খাম্বা, নিউ দিল্লি ১১০০০২, যা বিজেপির জাতীয় হেড কোয়ার্টার। তবে এই অভিযোগের প্রত্যুত্তর বিজেপি কিভাবে দেয়, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!