এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভাতা ঘোষণা হওয়ার সাথে সাথেই পুরোহিতদের নিয়ে তরজা তৃণমূল-বিজেপির মধ্যে! জোর চাঞ্চল্য!

ভাতা ঘোষণা হওয়ার সাথে সাথেই পুরোহিতদের নিয়ে তরজা তৃণমূল-বিজেপির মধ্যে! জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় রাজ্যের ইমামদের ভাতা দেওয়া হলেও, কেন ব্রাহ্মণ পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে না, তার ব্যাপারে প্রশ্ন তুলে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল বিরোধীরা। তবে সামনে 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি নবান্ন থেকে সেই ব্রাহ্মণ পুরোহিতদের জন্য মাসিক হাজার টাকা করে ভাতার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর পুরোহিতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতা ঘোষণা করার সাথে সাথেই এবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জে। মূলত পুরোহিত তুমি কার! এই প্রশ্নকে ঘিরেই সেই পুরোহিতদের নিয়ে দড়ি টানাটানিতে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূল এবং বিজেপি, দুই রাজনৈতিক দল। যার ফলে ব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে এবার শাসক-বিরোধী তরজা কার্যত জমে উঠেছে উত্তর দিনাজপুর জেলায়।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্রাহ্মণ পুরোহিতদের সম্প্রতি তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পতাকা ধরিয়ে দেওয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। জানা যায়, এরপরে পুরোহিতদের একটি সংগঠন ভেঙ্গে তা দুটো করা হয়। আর তারপরেই দ্বিতীয় পক্ষকে নিয়ে ভাতা বাড়ানোর দাবিতে পথ অবরোধ করতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী পুরোহিতদের জন্য ভাতা দিলেও, তা বাড়ানোর দাবিতে যেভাবে পুরোহিতের এক পক্ষকে নিয়ে ময়দানে নেমে পড়ল বিজেপি, তাতে তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপের মুখে পড়ছে বলেই মত বিশেষজ্ঞদের। সূত্রের খবর, এদিন রায়গঞ্জে একটি সাংবাদিক সম্মেলন করেন উত্তর দিনাজপুর পুরোহিত সমিতির সদস্যরা। যেখানে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে বলে জানান তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর পুরোহিত সমিতির সভাপতি পরেশ চক্রবর্তী বলেন, “2012 সাল থেকে ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছি। আমরা তিন হাজার টাকা ভাতা প্রদানের জন্য দাবিপত্র পাঠাব।” এদিকে এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “অন্য কারও থেকে কম ভাতা কেন পুরোহিতরা পাবেন ! ”  যদিও বা তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, “বিজেপি উস্কানিমূলক কাজ করছে।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পুরোহিতের ভাতা দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু যেভাবে এই সামান্য ভাতা কেন্দ্র করে কটাক্ষ করে আবার নতুন করে ভাতা বাড়ানোর দাবিতে পুরোহিতদের নিয়ে আন্দোলনে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি, তাতে তৃণমূল কংগ্রেসের চাপ ক্রমশ বাড়ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপির এই আন্দোলন তৃণমূলের বিড়ম্বনা কতটা বাড়িয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!