এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অর্জুন সিংকে ধাক্কা দিয়ে বড়সড় ঘোষণা তৃণমূলের মন্ত্রীর

অর্জুন সিংকে ধাক্কা দিয়ে বড়সড় ঘোষণা তৃণমূলের মন্ত্রীর

2019 এর লোকসভা ভোটের পর থেকে দলবদল এর প্রবণতা অনেক বেশি করে লক্ষ্য করা যায়। এই দলবদল এর হাওয়ায় বিজেপির দিকেই ঝোঁক বাড়ে সবার। লোকসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কোনরকমে নিজেদের গড় বাঁচিয়েছিলেন। পশ্চিমবঙ্গের 42 টি আসনের মধ্যে তাঁরা অধিকার করেছিলেন 22 টি আসন।

অন্যদিকে বিজেপি দল 2014 থেকে 2019 এর মধ্যে সাংগঠনিক জোরের উপর ভর করে আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে 2 থেকে 18 তে। লোকসভা ভোটের পর থেকেই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে শাসকদল থেকে। আর এর ফলে বহু পুরসভা থেকে পঞ্চায়েত বিজেপির দখলে যেতে শুরু করেছিল।

তবে বর্তমানে বিজেপিতে যোগ দেওয়ার যে প্রবণতা ছিল, তাতে বেশ ভাটা লক্ষ্য করা যাচ্ছে। শাসক দল থেকে বিজেপিতে যোগদান পর্ব মিটতেই পরবর্তী কিছুদিনের মধ্যেই আবার বিজেপি থেকে ঘরওয়াপসি শুরু হয় তৃণমূলে। আর এই ঘরওয়াপসির ফলেই একে একে বিজেপি অধিকৃত পুরসভা পঞ্চায়েতগুলি আবার তৃণমূলের হস্তগত হতে শুরু করেছে।

ইতিমধ্যে নৈহাটি পুরসভা এবং গারুলিয়া পুরসভা তৃণমূল দখল করে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অর্জুন সিং এর এলাকার ভাটপাড়া পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করতে পারেনি। কিন্তু আশাও ছাড়েনি তাঁরা‌। বুধবার সন্ধ্যায় ভাটপাড়ায় দাঁড়িয়ে রাজ্যের খাদ্য মন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ভাটপাড়া পুরসভা সম্পর্কে আশার বাণী শোনালেন। তিনি জানালেন, ভাটপাড়া পুরসভার 34 জন কাউন্সিলর এর মধ্যে 21 জন কাউন্সিলর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন।

তিনি আরো বলেন, উত্তর 24 পরগনা ভাটপাড়া পুরসভার দখল নেবে তৃণমূল কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যেই দলছুট 21 জন কাউন্সিলর তৃণমূল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘কাগজ তৈরি হলেই অনাস্থা আনবো আমরা। আশা করছি আগামী নভেম্বর মাসের অনাস্থা প্রস্তাব আনতে পারব আমরা। মানুষ আমাদের সঙ্গে আছে। যারা বিজেপিতে চলে গিয়েছিলো তারা এখন নিজেদের ভুল স্বীকার করছেন। দলের নীতি আদর্শ বড় বিষয়।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও দাবি করেছেন, ইতিমধ্যে নাকি ভাটপাড়া পৌরসভায় উন্নয়নের 600 কোটি টাকা এসেছিল। সেই টাকা প্রসঙ্গে তিনি জানতে চান, ‘সেই 600 কোটি টাকার কি কাজ হলো এখানে তা ভাটপাড়া বাসীরা জানতে চায়, আমরা জানতে চাই। আমরা চাই অডিট পুরসভার কাজের।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ভাটপাড়া পৌরসভা নিয়ে মাননীয় পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম দেখবেন বলে জানিয়েছেন।

এদিন অর্জুন সিংকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘এই ভাটপাড়া পুরসভাও আমাদের দখলে আসবে। অর্জুন সিং যেখানে বলবে সেখানেই ভাটপাড়া পুরসভার আস্হা ভোট হবে। প্রকাশ্যে আস্থাভোটে আপত্তি নেই।’

এদিন ভাটপাড়ায় বিজয়া সম্মিলনী উপলক্ষে উপস্থিত হয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য, এদিন ভাটপাড়ায় শতাধিক বিজেপি কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মনোজ গুপ্তা। জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী তাপস রায় ও নির্মল ঘোষ এর উপস্থিতিতে মনোজ গুপ্তা তৃণমূলে যোগদান করেন। ভাটপাড়া প্রেমচাঁদ শতবার্ষিকী হলে এই অনুষ্ঠান হয়। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ভাটপাড়া এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছাড়াও শতাধিক কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

একের পর এক পুরসভা বেদখল হয়ে যাওয়াতে এমনিতেই বিজেপি শিবির যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়েছে এই নিয়ে। লোকসভা ভোটের পর যে পরিমাণে সদস্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাতে একটা খুশির আবহ তৈরি হয়েছিল পদ্ম শিবিরে। কিন্তু বর্তমানে বিজেপি সদস্য সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে ঘরওয়াপসির জেরে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, ভোটের বাজারে সুবিধাজনক জায়গাতে সদস্যরা ঘোরাফেরা করেন এটা নতুন কিছু নয় আপাতত সমগ্র পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!