এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা দুঃসময়ে মাত্র ১ টাকাতেই ভরে উঠবে আপনার বাজারের থলি! কিভাবে? জানুন বিস্তারিত

করোনা দুঃসময়ে মাত্র ১ টাকাতেই ভরে উঠবে আপনার বাজারের থলি! কিভাবে? জানুন বিস্তারিত


এই মুহূর্তে করোনা পরিস্থিতির জেরে চরম সঙ্কটে দেশবাসী। করোনা যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে,পশ্চিমবঙ্গও তার থেকে বাদ নেই। এই মুহূর্তে করোনা সংক্রমণ আটকানোর জন্য দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। ফলস্বরূপ, এই মুহুর্তে সমস্ত অধিবাসী গৃহবন্দী। ব্যবসা-বাণিজ্য, অফিস-কাছারি, স্কুল-কলেজ সমস্ত বন্ধ। খুব স্বাভাবিকভাবে রুজি-রোজগার বন্ধের মুখে। আর এর ফলে সবথেকে বেশী অসুবিধায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি।

নিত্যদিনের খাদ্য সামগ্রীও তাদের হাতে নেই বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বলা হচ্ছে, প্রত্যেকটি দুঃস্থ মানুষকে সাহায্য করার কথা। কিন্তু রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, এলাকাবাসীরা নিজেরাই দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন দুঃস্থদের পাশে দাঁড়াতে। নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। এরকমই একটি অভিনব উদ্যোগ নিয়েছে বনগাঁর একটি ক্লাব। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে খাদ্য সংকটে না ভোগেন, বিশেষ করে দরিদ্র মানুষেরা সেদিকে কড়া নজর দিয়েছেন কেন্দ্র ও রাজ্য।

এই অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী দেওয়ার বা রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এবার সেরকমই একটি উদ্যোগ চোখে পরল বনগাঁর ঢাকা পাড়া এলাকার একটি ক্লাবের সদস্যদের দৌলতে। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাঁরা একটি হাটের আয়োজন করেছে। যেখানে মাত্র 1 টাকায় সবজি কিনে নিয়ে যেতে পারবেন ক্রেতারা। শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনাটি সত্যি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর পাঁচটা হাটের থেকে বনগাঁর এই হাট সম্পূর্ণ আলাদা। দুঃস্থ মানুষদের জন্য এই হাট সম্পর্কে ক্লাব কর্তারা জানাচ্ছেন, এই হাটে আলু, পিঁয়াজ, অন্যান্য সবজি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রেতারা নিতে পারবেন মাত্র এক টাকার বিনিময়ে। শুধু তাই নয়, ক্লাব কর্তৃপক্ষর তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রতিবছর সরকারি অনুদানে তাঁদের ক্লাবের অনেক উন্নতি হয়ে থাকে। এবার সেই অনুদানের টাকাকেই অন্য কাজে লাগাতে উদ্যোগী হয়েছেন ক্লাব কর্তারা।

বনগাঁর ক্লাব কর্তাদের কাজে স্বভাবতই আপ্লুত হয়ে গেছেন এলাকাবাসীরা। অন্যদিকে দেখা যাচ্ছে সাম্প্রতিক বিপর্যয়ের জেরে বিভিন্নভাবে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা চলছে সর্বস্তরে। প্রত্যেক মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী বিভিন্নভাবে সাহায্য করছেন এই সর্বহারা মানুষগুলিকে। সমাজতত্ত্ববিদদের মতে, এই দুঃসময় একটা তাগিদ সৃষ্টি করছে আর্থ সামাজিকরূপে প্রতিষ্ঠিত মানুষগুলির মধ্যে দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য, যা অত্যন্ত প্রশংসনীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!