এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিকাশ দুবে এনকাউন্টার কাণ্ড: এবার পরিচালক হনসল মেহেতার হাত ধরে আসছে বড় পর্দায়! জানুন বিস্তারে

বিকাশ দুবে এনকাউন্টার কাণ্ড: এবার পরিচালক হনসল মেহেতার হাত ধরে আসছে বড় পর্দায়! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাহিত্য, গল্প, নাটক, বা সিনেমা কোন কিছুই আমাদের জীবনকে বাদ দিয়ে তৈরী করা যায় না । বলা হয় আমাদের জীবনে ছায়াই প্রতিফলিত হয় সিনেমার রুপালি পর্দায়।বাস্তবের গল্প সেখানে সামান্য কল্পনার রঙে মেখে উঠে আসে, কিন্তু বাস্তব থেকে কখনোই দূরে সরে যায় না। এবারে এরকম বাস্তব ঘটনাই আমরা আবার দেখতে চলেছি সিনেমার পর্দায়। এবার সিনেমার পর্দায় আসতে চলেছে কানপুরের কুখ্যাত ডন বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা।

প্রসঙ্গত মোট সাতটি মামলায় অভিযুক্ত অপরাধী বিকাশ দুবে উত্তরপ্রদেশের যোগী সরকারের ও পুলিশের মাথা ব্যথার বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভয়ঙ্কর এই অপরাধীকে ধরতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল উত্তরপ্রদেশের পুলিশদের । সংবাদ সূত্রে জানা গেছে তাকে গ্রেফতার করতে গিয়ে ৮ জন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ধরতে উত্তর প্রদেশের পুলিশ শুরু করে তাদের এক বিরাট তল্লাশি । পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দির মন্দির থেকে তার একের পর এক সহকারীকে এনকাউন্টার করার পর ধরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মধ্যপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশে নিয়ে যাবার পথে কানপুরের আগে উল্টে যায় পুলিশের গাড়ি। আর এই দুর্ঘটনা সুযোগ নিয়ে পুলিশের গাড়ি থেকে পালাবার চেষ্টা করে বিকাশ দুবে। শুধু তাই নয় পুলিশ কর্মীদের লক্ষ করে একের পর এক গুলি ছুড়তে আরম্ভ করে। পুলিশও থিম থাকেনি। পুলিশের গুলিতে শেষ পর্যন্ত পঞ্চত্বপ্রাপ্তি ঘটে বিকাশ দুবের। ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে, পুলিশকর্মীদের দিক থেকে আসা মোট ৬ টি গুলি তার শরীর স্পর্শ করেছিল তার মধ্যে ৩ টি গুলি শরীর ভেদ করে বাইরে চলে যায়। অধিক মাত্রায় রক্তক্ষরণের ফলে বিকাশ দুবের মৃত্যু হয়।

তবে এই এনকাউন্টারের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে পুলিশের ফেক এনকাউন্টার বলে অভিহিত করে ও এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রসঙ্গত এই বিকাশ দুবের কাহিনী এবার আস্তে চলেছে সিনেমার রুপোলি পর্দায়। সূত্রে জানা গেছে বলিউডের চিত্র পরিচালক শৈলেশ আর সিং এই ছবিটি তৈরি করতে চলেছেন। এর পরিচালনার দায়িত্বে আছেন হনসল মেহতা। প্রসঙ্গত গত 2018 সালে রাজকুমার রাওকে অভিনীত ‘ওমের্তা’ ছবি করে তিনি দর্শকদের কাছে বিরাট জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপরে 2019 সালে তাঁর এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের অক্ষয় খান্নার মত অভিনেতারা। এবার তিনি করতে চলেছেন বিকাশ দুবেকে নিয়ে ছবি।

কিন্তু এই ছবিতে বিকাশ দুবের চরিত্রে কে অভিনয় করতে চলেছেন সে ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। ইতিপূর্বে প্রযোজক সন্দীপ কাপুর টুইট করে অভিনেতা মনোজ বাজপেয়ি কে এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু অভিনেতা মনোজ বাজপেয়ী এই প্রস্তাবে অসম্মতি জানিয়েছেন । আর এরপরেই বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে ছবি করতে আসরে এলেন হনসল মেহতা। প্রসঙ্গত বিকাশ দুবের এনকাউন্টারের পর সোশ্যাল মিডিয়ায় টুইট করে তাপসী পান্নু লিখেছিলেন “সিনেমার গল্পই তো দেখছি বাস্তবে ঘটছে!” এবার তার এই টুইটটিই সত্যি হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!