এখন পড়ছেন
হোম > রাজ্য > দায়িত্বের তুলনায় বেতন অনেক কম; রাজ্যসরকারের বিরুদ্ধে অসন্তোষে ফুঁসছে ভিলেজ পুলিশরা

দায়িত্বের তুলনায় বেতন অনেক কম; রাজ্যসরকারের বিরুদ্ধে অসন্তোষে ফুঁসছে ভিলেজ পুলিশরা


দায়িত্ব বেশি হলেও বেতন সে তুলনায় অনেকটাই কম ভিলেজ পুলিশদের৷। অথচ তাঁরা প্রতিটি থানার গ্রাম পঞ্চায়েতে রীতিমতো দায়িত্বসহকারে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন। অনেকসময় এমনটাও হয়,বিপদের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে হয় তাঁদের। এবং জীবন বিপন্ন করে তাঁরা করেনও। কিন্তু মাসের শেষে হাতে যে বেতন আসে তা যৎসামান্য। চাকরিতে জয়েন করে যে মাসিক বেতন পেতেন এখনও তাই। বছর বছর অন্যান্য সরকারি পেশায় নিযুক্ত যে কোনো পদের স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের ইনক্রিমেন্ট হলেও তাঁদের অবস্থার কোনো উন্নতি হয়নি। এ নিয়ে বহুবার অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

একথা অজানা নয় কারো ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি কীভাবে সাধারণ মধ্যবিত্ত মানুষদের গ্রাস করে চলেছে। বলাবাহুল্য, নিম্নবিত্তদের অবস্থা আরো খারাপ। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগার! সমস্তদিক বিবেচনা করেই রাজ্যসরকার সময়ের সাথে সাথে সরকারি স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের সব পদের জন্য একাকালীন টাকা অথবা ডিএ দিচ্ছে। তবে ভিলেজ পুলিশরা বঞ্চিত কেন? এ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। ভিলেজ পুলিশের এক আধিকারিকের সূত্র থেকে জানা গিয়েছে,তাঁদের সমস্যা এবং বেতন বৃদ্ধির দাবী তুলে প্রশাসনের কাছে যাওয়া  এমনকি সমস্ত দাবীদাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেওয়াহলেও সরকারের তরফ থেকে ভিলেজ পুলিশদের সমস্যা সমাধানের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যায় নি। এমনকি আশ্বাসও দেওয়া হয়নি ইস্যুটি বিবেচনা করা হবে কিনা!

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রশাসনের তরফ থেকে এরকম নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে উষ্মা প্রকাশ করলেন এক ভিলেজ পুলিশ কর্মী। জানালেন,”দিন দিন কাজের চাপ বেড়ে চলেছে, সঙ্গে বাড়ছে নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম,ফলে আমাদের সংসারটুকু চালানো খুবই কষ্টকর হয়ে দাড়াচ্ছে। কিন্তু এখনো আমাদের এক টাকাও বেতন বাড়লো না।” তবুও মুখ্যমন্ত্রীর কাছে ভিলেজ পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে তাঁদের বেতনকেন্দ্রিক সমস্যাটিকে সহানুভূতির নজরে দেখার জন্য। উল্লেখ্য,লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সুবিধার্থে একাধিক দাবী দেওয়া মেনে নিচ্ছেন। এমনকি জনস্বার্থমুখী একাধিক কর্মসূচিও করছেন এই মূহুর্তে। তাই নিজেদের ভোটব্যাঙ্কের পাল্লা ভারী করতে আশা করা হচ্ছে ভিলেজ পুলিশদের নারাজ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাজ্যসরকারের সদর্থক পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভিলেজ পুলিশরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!