এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভিলেজ পুলিশদের দীর্ঘদিনের ক্ষতে প্রলেপ দিতে এবার বড়সড় ঘোষণার পথে রাজ্য সরকার? বাড়ছে জল্পনা

ভিলেজ পুলিশদের দীর্ঘদিনের ক্ষতে প্রলেপ দিতে এবার বড়সড় ঘোষণার পথে রাজ্য সরকার? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে নিচু তলার পুলিশ কর্মীদের মধ্যে ক্রমশই বাড়ছে ক্ষোভ, সেইসঙ্গে বাড়ছে অপ্রাপ্তির বেদনা। সম্প্রতি করোনা সংক্রমনের কালে পুলিশের নিচুতলার কর্মীদের ক্ষোভ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছেও তা অপ্রকাশিত থাকেনি ।প্রসঙ্গত, গত আট বছর ধরে ভিলেজ পুলিশ কর্মীরা অন্যান্য পুলিশের মতোই কাজ করে যাচ্ছেন। কিন্তু সরকারি খাতায় তাদের জন্য কোন ছুটি বরাদ্দ করা হয়নি, দেওয়া হয়না তাদের কোন সুযোগ-সুবিধাও। এই কারণেই জমছে ক্ষোভের পারদ।

অন্যদিকে, পুলিশের এনভিএফ কর্মীদের গত বছর পুজোয় ডিউটির জন্য অতিরিক্ত ৭ দিন ছুটি ধার্য করা হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, তাদের জন্য ছুটি ধার্য করার পরেও তারা কোন ছুটি পান নি। এ প্রসঙ্গে এক পুলিশ কর্তা জানিয়েছেন, ” ভিলেজ পুলিশ, এনভিএফ বা সিভিক ভলান্টিয়ারেরা তৃণমূল স্তরের কর্মী। কিন্তু তাঁরা বহু সময় কনস্টেবল পদেরই সমান কাজ করেন। গ্রামাঞ্চলে এঁদের ভূমিকা অনেক বেশি। কিন্তু সুযোগসুবিধা না-পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ। সেগুলি না-মিটলে ভবিষ্যতে বড় সমস্যা হবে।’’ তাই তাদের ক্ষোভ প্রশমন করতেই, এবারে তাঁদের ছুটি মঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, পয়লা সেপ্টেম্বর দিনটি রাজ্যে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মৃত্যুর কারণে এবার ওই দিনে এই অনুষ্ঠান পালন করা যায়নি। তবে আজ মঙ্গলবার এই অনুষ্ঠান পালনের বিরাট সম্ভাবনা আছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুলিশ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুলিশকর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন। জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এনভিএফ কর্মী, ভিলেজ পুলিশ কর্মীদের অন্যান্য সরকারি কর্মীদেড় মতো অবসর গ্রহণের সময়ে এককালীন টাকা দেবার পরিকল্পনা আছে।

নিচুতলার এই কর্মীদের বেতন কমিশনে নাম নথিভুক্ত না থাকলেও, তাদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন এমন সম্ভাবনা আছে। তাদের সঙ্গে সঙ্গে পুলিশের চুক্তিভিত্তিক গাড়িচালকদের, ও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদেরও বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে প্রসঙ্গত পুলিশের নিচুতলার কর্মীদের ক্ষোভ মেটাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠন করা হয়েছে পুলিশ কল্যাণ পর্ষদ। গত শনিবার এই পর্ষদের নোডাল অফিসার সহ আরো কিছু অফিসারের সঙ্গে রাজ্য পুলিশ কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল। এই বৈঠকে জুনিয়র কনস্টেবল পদের পদোন্নতি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, পুলিশের নিচুতলার কর্মীদের রেশন ভাতা পনেরশো টাকা থেকে দুই হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের পোশাক কেনার জন্য আলাদা করে টাকা দেবার চিন্তা-ভাবনাও করা হচ্ছে।অন্যদিকে, ভিলেজ পুলিশদের ক্ষোভ প্রশমনেরও জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো। গত রবিবার কলকাতা ও মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের কর্তারা ভিলেজ পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের একাধিক সমস্যার বিষয়ে কথা বললেন ও সেই সঙ্গে তাদের সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!