এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের ভিআইপি – তারকা প্রার্থীরা কে কোথায় এগিয়ে? কে কোথায় পিছিয়ে? দেখে নিন একনজরে

ভোটের ভিআইপি – তারকা প্রার্থীরা কে কোথায় এগিয়ে? কে কোথায় পিছিয়ে? দেখে নিন একনজরে


আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। সারা দেশের এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত চলছে ইভিএম গণনার কাজ। আর তার ভিত্তিতে সারা দেশে তারকা প্রার্থীরা কে কোথায় এগিয়ে, কে কোথায় পিছিয়ে একনজরে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. বারাণসী – নরেন্দ্র মোদী এগিয়ে
২. আমেঠি – স্মৃতি ইরানি এগিয়ে, রাহুল গান্ধী পিছিয়ে
৩. ওয়ানড – রাহুল গান্ধী এগিয়ে
৪. রায়বেরিলি – সোনিয়া গান্ধী এগিয়ে
৫. গান্ধীনগর – অমিত শাহ এগিয়ে
৬. ভোপাল – সাধ্বী প্রজ্ঞা এগিয়ে, দিগ্বিজয় সিং পিছিয়ে
৭. বেগুসরাই – কানহাইয়া কুমার পিছিয়ে

৮. ফতেপুরসিক্রী – রাজ বব্বর এগিয়ে
৯. দিল্লি – গৌতম গম্ভীর এগিয়ে
১০. আজমগড় – অখিলেশ যাদব এগিয়ে
১১. তিরুঅনন্তপুরম – শশী থারুর এগিয়ে
১২. মুম্বাই উত্তর – উর্মিলা মাতন্ডকর পিছিয়ে
১৩. সুলতানপুর – এগিয়ে মেনকা গান্ধী
১৪. গুনা – জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পিছিয়ে

১৫. গুলবর্গা – মল্লিকার্জুন খড়্গে পিছিয়ে
১৬. সাসারাম – মীরা কুমার পিছিয়ে
১৭. শ্রীনগর – ফারুক আব্দুল্লা এগিয়ে
১৮. ব্যাঙ্গালোর মধ্য – প্রকাশ রাজ পিছিয়ে
১৯. ব্যাঙ্গালোর দক্ষিণ – তেজস্বী সূর্য এগিয়ে
২০. মুম্বই নর্থ সেন্ট্রাল – প্রিয়া দত্ত পিছিয়ে, পুনম মহাজন এগিয়ে
২১. পুরী – সম্বিৎ পাত্র পিছিয়ে

২২. গুরুদাসপুর – সুনীল জাখর পিছিয়ে
২৩. তুতিনকোরিন – কানি মোঝি এগিয়ে
২৪. মৈনপুরী – মুলায়ম সিংহ যাদব এগিয়ে
২৫. আজমগর – অখিলেশ যাদব এগিয়ে
২৬. হাজারিবাগ – জয়ন্ত সিনহা এগিয়ে
২৭. চন্ডীগড় – কিরণ খের এগিয়ে
২৮. দিল্লি উত্তর পূর্ব – মনোজ তিওয়ারি এগিয়ে

২৯. পাটনা সহিব – রবিশঙ্কর প্রসাদ এগিয়ে, শত্রুঘ্ন সিনহা পিছিয়ে
৩০. টুমকুর – এইচ ডি দেবেগৌড়া এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!