এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা সংক্রমনের মাঝে এবার ঘুম ওড়াতে চলেছে টোম্যাটোতে ভাইরাস সংক্রমণ! জানুন বিস্তারিত

করোনা সংক্রমনের মাঝে এবার ঘুম ওড়াতে চলেছে টোম্যাটোতে ভাইরাস সংক্রমণ! জানুন বিস্তারিত


ভারতের ক্ষেত্রে সময়টা বুঝি খুব একটা ভালো যাচ্ছে না। করোনা ভাইরাসকে আটকাতে এমনিতেই হিমশিম খেতে হচ্ছে গোটা দেশকে। আর এবার ফের ভারতবর্ষে উপস্থিত হল এক নতুন ভাইরাস। সূত্রের খবর, মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রচুর টমেটো নষ্ট হয়ে গিয়েছে। যার প্রধান কারণ টমেটোতে ভাইরাস রয়েছে বলে দাবি করছেন কৃষকরা। আর এই ভাইরাসের নাম ট্রাইকালার ভাইরাস।

ফলে এতদিন করোনা নিয়ে মানুষের প্রধান এবং প্রথম চিন্তা থাকলেও, এবার মানুষের প্রতিদিনের খাদ্যের অন্যতম সঙ্গী টমেটোতেও ভাইরাসের ব্যাপারটি প্রকাশ্যে আসায় রীতিমত চিন্তার ভাঁজ পড়তে শুরু করল দেশবাসীর কপালে। জানা গেছে, মহারাষ্ট্রের, আহমেদপুর এবং নাসিকের মত জেলাগুলোতে গত 10 দিনে প্রায় 60 শতাংশ টমেটো নষ্ট হয়ে গিয়েছে। যার পেছনে রয়েছে একটি অজানা ভাইরাসের দাপট।

ইতিমধ্যেই কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কেমন এই ভাইরাস? কৃষকদের দাবি, ট্রাই কালার নামে এই ভাইরাস আক্রমণ করছে টমেটোকে। যেখানে কোনো টমেটো এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তার ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে এবং ভেতরে সেই টমেটো কালো হয়ে পচতে শুরু করছে। এছাড়াও টমেটোর উপরে হলুদ দাগ দেখা যাচ্ছে। ফলে সেদিক থেকে বিপুল টমেটো চাষের পর সেই টমেটো এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন রীতিমত মাথায় হাত পড়েছে মহারাষ্ট্রের কৃষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক কৃষক বলেন, “এখনও ক্ষেতগুলোতে টমেটোর হলুদ হয়ে যাচ্ছে। রঙের কারণে কেউ বাজারে টমেটো কিনছে না। করোনার কারণে এমনিতেই পণ্য বিক্রি হচ্ছিল না। এখন বিক্রির আরও অবনতি শুরু হয়েছে। এক বছরের জন্য টমেটো উৎপাদন বন্ধ করে দিতে হতে পারে।” আর কৃষকরা যে আশঙ্কা করছেন, তা যদি সত্যি হয়, তাহলে আগামী দিনের পরিস্থিতি এই ভাইরাসের কারণে মানুষের খাদ্যের রসদেও ভাটা ফেলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে করোনা ভাইরাসের যেমন কোনো প্রতিষেধক তৈরি হয়নি, ঠিক একইভাবে এই ভাইরাসের প্রতিষেধক তৈরি হবে না? কোনোভাবেই কি এই পরিস্থিতি থেকে রক্ষা হওয়া যাবে না? এদিন এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারন সম্পাদক অজিত নাভালে বলেন, “ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছের পাতা শুকিয়ে যাচ্ছে এবং পাকা টমেটোগুলো অনিয়মিত আকারের হচ্ছে।”

তবে শেষ পর্যন্ত ট্রাইকালার নামে এই ভাইরাস যেভাবে টমেটোকে আক্রমণ করছে এবং করোনা ভাইরাসের মধ্যে যেভাবে এই ভাইরাস চিন্তা বাড়াচ্ছে ভারতবর্ষের মানুষের, তাতে শেষপর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। এমনিতেই লকডাউনের জেরে, মানুষের হাতে কাজ কমেছে, উপার্জনও অনেকটা কমের দিকে। জমানো সঞ্চয়ে টান পড়ায় জিনিসপত্রের বিক্রিতেও ভাটার টান। তারমাঝে এই নতুন দুশ্চিন্তা নতুন করে ভাবাচ্ছে সবাইকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!