এখন পড়ছেন
হোম > রাজ্য > ভাইরাস থেকে রক্ষা পেতে দেবী দূর্গাও পড়বেন মাস্ক, সাধারণকে সচেতন করতে অভিনব উদ্যোগ!

ভাইরাস থেকে রক্ষা পেতে দেবী দূর্গাও পড়বেন মাস্ক, সাধারণকে সচেতন করতে অভিনব উদ্যোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় কেউ আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই মতো করে সকলেই শারদ উৎসবের আগে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিচ্ছেন। বলা বাহুল্য, গতবছরও করোনা ভাইরাসের কারণে ঠিকমতো শারদ উৎসব পালন করা সম্ভব হয়নি। সামাজিক দূরত্ব বৃদ্ধি পালন করার পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজারকে সঙ্গী করে নিয়েই এই উৎসবে শামিল হতে হয়েছিল বাংলার মানুষকে। এবারেও তেমনভাবেই উৎসব পালন করতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে এবার সাধারন মানুষকে আরও বেশি করে সচেতন করতে বাগুইহাটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে দুর্গা প্রতিমার মুখে মাস্ক পড়িয়ে দেওয়া হল। যার জেরে একাংশ বলছেন, সাধারণ মানুষ যদি পুজোর সময় আনন্দে সামিল হতে গিয়ে সচেতনতা বার্তাকে ভুলে না যান, তার জন্যই এই ক্লাবের পক্ষ থেকে এবার দুর্গা প্রতিমার মুখে মাস্ক পড়িয়ে দিয়ে তা সকলের সামনে আনা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বাগুইহাটির এই ক্লাবের পক্ষ থেকে দুর্গা প্রতিমার মুখে সোনার মাস্ক পরিয়ে দেওয়া হয়। যার সূচনা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। অনেকে বলছেন, পুজোমণ্ডপে আসা দর্শনার্থীদের অনেকেই অতিরিক্ত আবেগের কারণে সচেতনতা পালন করতে ভুলে যান। তাই তা যাতে না হয়, তার জন্য দুর্গা প্রতিমার মুখে মাস্ক পড়িয়ে দিয়ে সকলকে আরও বেশি করে করোনা ভাইরাস থেকে দূরে থাকার বার্তা দেওয়া হবে। আর সেই কারণেই এই ক্লাবের অভূতপূর্ব এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই এই গোটা বিষয়টিকে স্বাগত জানাতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, এবার বড় পুজোকে বাদ রেখে সাধারণ মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে এগিয়ে আসা উচিত ক্লাবগুলোকে। পুজো, আনন্দ, উৎসব থাকবে। কিন্তু সেই আনন্দ-উৎসব করতে গিয়ে যদি করোনা ভাইরাস বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের জীবন আবার অনিশ্চয়তার মুখে পড়ে যেতে পারে। তাই পুজোতে আনন্দ-উৎসব করলেও, তা যাতে সচেতনতা মেনে করা হয়, তার জন্যই বার্তা দিতে বাগুইহাটির বন্ধুমহল ক্লাবের এই উদ্যোগ বলে মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!