এখন পড়ছেন
হোম > অন্যান্য > VIVO স্পন্সর হিসেবে সরে যাওয়ায় ৪৪০ কোটি টাকার ক্ষতি! কি বলছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

VIVO স্পন্সর হিসেবে সরে যাওয়ায় ৪৪০ কোটি টাকার ক্ষতি! কি বলছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছে তার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। একে করোনার সমস্যা তো ছিলই। সেখানে মার্চ মাস থেকে ভারতের অর্থনীতি একটু একটু করে এগিয়েছে বিপদসীমার দিকে। এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন এই সমস্যা।

প্রধানমন্ত্রীর দেশজুড়ে ডিজিটাল স্ট্রাইকের ডাক হোক বা চিনা দ্রব্য বর্জনের সিদ্ধান্ত, বিরোধ যে শুরু হয়েছে তার আভাস পেয়েছিলাম আমরা সকলেই। সেই প্রভাব এসে পড়েছে বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। কথা হচ্ছে কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে নিজের নাম তুলে নিয়েছে ভিভো। এরপরই শুরু হয় জল্পনা। এরপর কে আসবে এই জায়গায়, কিভাবে হবে বাকি কাজ, সেই সঙ্গে আরো অনেক প্রশ্ন উঠতে থাকে।

তবে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন বিবিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। না কোনো খারাপ খবর তিনি দেননি। বরং এটা যে সাময়িক একটা সমস্যা এবং খুব শিগগিরই যে সেটা কাটিয়ে ওঠা যাবে তারই আশ্বাস দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিসিসিআই এর সঙ্গে প্রতি টুর্নামেন্টে ৪৪০ কোটি টাকার চুক্তি হয় এই সংস্থার। তার মধ্যে থেকে অর্ধেক যায় বিসিসিআই এ এবং অর্ধেক যায় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলোয়। তাই বর্তমানে সেই অর্থ কমে যাওয়া বা সেই টাকা পেতে অসুবিধে হওয়া মানে যে বড়ো সমস্যা সেটা সকলেই আন্দাজ করতে পারছেন।

এক্ষেত্রে কি বলছেন মহারাজ?? তাঁর কথায় বিসিসিআই একটি শক্তিশালী সংস্থা, যারা আগেও এরকম পরিস্থিতি সামাল দিয়ে এসেছেন। এবারেও তার অন্যথা হবে না। প্রতিকূল পরিস্থিতিতে তাদের সবসময় অল্টারনেটিভ প্ল্যান থাকে। তিনি যেভাবে ঘরে ও বাইরে দক্ষ হাতে সামলে চলেছেন তা প্রশংসা পেয়েছে ক্রিকেট সমালোচকদের মুখে। সেই সঙ্গে আগামী ২০২১ সালে ও ২০২৩ সালে ভারতে টি টোয়েন্টি ও ৫০ ৫০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

সৌরভ গাঙ্গুলির কথায় যদিও ভারতীয় ক্রিকেট এর ওপর কর্পোরেট সংস্থা গুলির আস্থা রাখার কথা কথা জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের অর্থনীতি যেভাবে মার খাচ্ছে, তাতে কিভাবে সেই টাকার সমস্যা মিটবে সেই চিন্তায় রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!