এখন পড়ছেন
হোম > খেলা > VIVO তো গেল! এবারের IPL-এ টাইটেল স্পন্সর হচ্ছে কে? একাধিক বড়সড় নাম নিয়ে তীব্র গুঞ্জন

VIVO তো গেল! এবারের IPL-এ টাইটেল স্পন্সর হচ্ছে কে? একাধিক বড়সড় নাম নিয়ে তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে আইপিএল সংগঠিত হবে কি হবে না, সে বিষয়ে অনেকদিন ধরেই চিন্তা ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। তবে এ বছর যে আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন ক্রিকেট বোর্ডের অধিকর্তারা। তবে আইপিএল সম্পর্কে এই তথ্য যদি না জেনে থাকেন, তাহলে এখনি জেনে নিন।

খেলা যখন আইপিএল, তখন সেই খেলার যে বড়োসড়ো একজন টাইটেল স্পন্সর থাকবেন তা স্বাভাবিক। বিগত কয়েক বছর ধরে সেই টাইটেল স্পন্সর করে আসছিল ভিভো। তবে বর্তমানে সেখান থেকে নাম তুলে নিয়েছে ভিভো। তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল নিয়ে নতুন টাইটেল স্পন্সর খুঁজতে শুরু করে দিয়েছে বলেই জানা গিয়েছে।

কাশ্মীর সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক উষ্ণ হতেই শুরু হয় এই সমস্যা। একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন চীনের কোন রকমের অ্যাপ ব্যবহার করা যাবে না, সেখানে অন্য দিকে দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় চীনা দ্রব্য বয়কটের হিড়িক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই পরিস্থিতিতেই ভিভোর ওপর যে এমন সিদ্ধান্ত নেওয়ার চাপ এসে পড়েছে তা অনুমান করছেন অনেকে। টাইটেল স্পন্সর এর দিক থেকে আমাজন বা বাইজু চাহিদা থাকলেও মনে করা হচ্ছে অন্যান্য বড় কোম্পানি ও এই সুযোগ হাতছাড়া করবে না। যদিও ইতিমধ্যেই বাইজু টিম ইন্ডিয়া স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। তাই এই দৌড়ে যে বাইজু খানিকটা এগিয়ে এমনটাই মনে করছেন অনেকে।

তবে এছাড়া আইপিএলে স্পন্সর হতে আমাজনের সঙ্গে বাই সার্কেল ইলেভেন, ড্রিম ইলেভেন, ইউ এন একাডেমী সহ জিও এবং রিলায়েন্স সংস্থাও রয়েছে। তবে এখন শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় কে জেতে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!