এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভরা কর্মীসভায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে ‘অপদার্থ’ বলে আক্রমণ অনুব্রতর! বিতর্ক শাসকদলে

ভরা কর্মীসভায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে ‘অপদার্থ’ বলে আক্রমণ অনুব্রতর! বিতর্ক শাসকদলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময় বিরোধীদের উদ্দেশ্যে নানা বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তাকে। আর এবার নিজের দলের হেভিওয়েট মন্ত্রীকেই “অপদার্থ” বলে রীতিমত শোরগোল তুলে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। স্বাভাবিক ভাবেই জেলা তৃণমূল সভাপতি এই মন্তব্যে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কখনও চরাম চরাম ঢাক, আবার কখনও বা গুড় বাতাসার কথা বলে নির্বাচনের আগে নানা বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে। যা নিয়ে বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করতে শুরু করে।

সামনে বিধানসভা নির্বাচন। এবারে অনুব্রত মণ্ডলের নির্বাচনী স্লোগান কি হবে, তা কেউ জানেন না। কিন্তু কর্মী সম্মেলনে গিয়ে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গিয়ে রীতীমত তাকে “অপদার্থ” বলে মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল।সূত্রের খবর, শুক্রবার রামপুরহাট 1 ব্লকের আয়াস অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা। আর সেখানেই 40 নম্বর বুথের উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হলেই ব্যাপক সমস্যা দেখা যায়।

যেখানে বুথ সভাপতি অভিযোগ করেন যে, তার এলাকায় রাস্তাঘাট হয়নি। মানুষজন সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। আর এর পরেই পঞ্চায়েত প্রধানকে ডেকে গোটা বিষয়টি জানতে চান অনুব্রত মণ্ডল। আর মঞ্চে তখন অনুব্রতবাবুর পাশে বসে থাকা রামপুরহাটের বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়কে “অপদার্থ” বলে আক্রমণ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। স্বাভাবিক ভাবেই বীরভূম জেলা তৃণমূল সভাপতির মন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয় এলাকায়। একাংশ বলছেন এর ফলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আশীষ বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের ক্ষোভ বৃদ্ধি হতে পারে। আগামী বিধানসভা নির্বাচনের আগে যেভাবে রামপুরহাটের বিধায়ক তথা মন্ত্রীকে “অপদার্থ” বলে আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি, তাতে বীরভূম জেলায় গোষ্ঠী কোন্দল বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা এই গোটা বিষয়ে অতটা গুরুত্ব দিতে চাননি রামপুরহাটে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। তিনি বলেন, “অনুব্রত আমাকে স্নেহ করে, তাই একথা বলেছে। এতে সমস্যার কিছু নেই।” পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে বুথভিত্তিক কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যাতে ভালো ফল করা সম্ভব হয়, তার জন্য চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল। কোথায় কি সমস্যা, তা নেতৃত্বদের কাছ থেকে জেনে নিয়ে দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন তিনি।

আর এবার রামপুরহাটের একটি বুথের সমস্যা নিয়ে যেভাবে অভিযোগ শোনার সাথে সাথেই পাশে বসা হেভিওয়েট মন্ত্রীকে “অপদার্থ” বলে মন্তব্য করলেন অনুব্রতবাবু, তাতে নিঃসন্দেহে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, দলের হেভিওয়েট মন্ত্রীকেই যেভাবে প্রকাশ্যে “অপদার্থ” বলে দাবি করলেন জেলা তৃণমূল সভাপতি, তাতে এই ঘটনাকে ইস্যু করে বিরোধীরা পথে নেমে তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!