এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা আবহে ঝড় তুলছে রাশিয়া! কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবার নিয়ে এল দ্বিতীয় ভ্যাক্সিন!

করোনা আবহে ঝড় তুলছে রাশিয়া! কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবার নিয়ে এল দ্বিতীয় ভ্যাক্সিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিশ্বজুড়ে মানুষকে করোনা থেকে বাঁচানোর একটাই ভরসা আর সেটা হল ভ্যাকসিন। আর সেই প্রচেষ্টায় ইতিমধ্যে অনেকটা সাফল্য লাভ করেও ফেলেছিল রাশিয়া। শোনা গেছিল পরিক্ষাগত ভাবে নাকি সেটা প্রয়োগও করা হয়েছিল পুতিনের মেয়ের ওপর। তবে সেই তালিকায় এসে হাজির হল নতুন একটি ভ্যাকসিন। নেপথ্যে?  আবারও সেই রাশিয়া।

এই নতুন করোনা ভ্যাকসিনের নাম এপিভ্যাককরোনা। সম্প্রতি সাইবেরিয়ার ওয়ার্ল্ড ক্লাস ভাইরোলজি ইনস্টিটিউটেই এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। সম্ভবত সেপ্টেম্বরেই এর চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে। কিভাবে হবে এর প্রয়োগ? জানা গেছে এই ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে। প্রথম ডোজ দেওয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় ডোজটি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সবথেকে গুরুত্ব পূর্ণ বিষয়টি হল, প্রথম ভ্যাকসিনে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও, এই দ্বিতীয় ভ্যাকসিনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকছে না বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ভ্যাকসিন ৫৭ জন স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ করা হয়েছে। তারা সকলেই সুস্থ রয়েছেন। এই পরীক্ষাধীন ব্যক্তিদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। আর এর পরই অক্টোবরের মধ্যেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নভেম্বর থেকেই এই ভ্যাকসিনের উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ ই আগস্ট রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা প্রতিষেধকের কথা ঘোষণা করেন। যার প্রথম প্রয়োগ করা হয়েছিল স্বয়ং পুতিনের কন্যার উপর। প্রথম প্রস্তুত করোনা ভ্যাকসিন স্পুটনিক V, মানব শরীরে তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করেছিল। উপসর্গ হিসেবে যেমন দেখা গেছিল হালকা জ্বর। তবে প্যারাসিটামল খেলেও তা থেকে মুক্তি পাওয়া যাবে বলেও জানা গিয়েছিল। তবে সম্প্রতি এই দ্বিতীয় ভ্যাকসিন যে আরও বেশি কার্যকরী হয়ে উঠেছে, তাতে বেশ আশার আলো দেখছে বিশ্ববাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!