এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট-পরবর্তী হিংসার তদন্তে কঠোর পদক্ষেপ সিবিআইয়ের, বাড়ছে উত্তেজনা

ভোট-পরবর্তী হিংসার তদন্তে কঠোর পদক্ষেপ সিবিআইয়ের, বাড়ছে উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাইকোর্টের নির্দেশ পাওয়ামাত্রই ভোট-পরবর্তী হিংসার তদন্তে কঠোর পদক্ষেপ নিয়েছে সিবিআই। এ জন্য একটি বিশেষ টিম গঠন করেছে সিবিআই। রাজ্যের স্থানে স্থানে ভোট-পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবিআই। জানা গেছে এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসা তদন্তে খুনের মামলা ২৯ টি ও ধর্ষণের মামলা ১২ টি দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর তদন্ত করতে নেমেছে সিবিআই। খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, অনধিকার প্রবেশ, অপহরণ সহ একাধিক বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

ভোট-পরবর্তী হিংসার তদন্তে এখনো পর্যন্ত ১১ টি এফআইআর দায়ের করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। যার মধ্যে নদীয়ার গঙ্গাপুরে এক ব্যক্তিকে বাস, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে। বাঁকুড়া কোতলপুরে অপহরণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নদীয়া চাপড়াতে ৩ জন ব্যক্তিকে লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠেছে। ৮ জন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাঁকুড়ার নাত্রা গ্রামে বাস, ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এর সঙ্গে বাড়িঘর ভাঙচুর, মহিলাদের সম্মানহানি, অপহরণের অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে তিন অভিযুক্তের বিরুদ্ধে। কলকাতা নারকেলডাঙ্গাতে বাস, লাঠি দিয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উত্তর ২৪ পরগনায় ভাটপাড়াতে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।কোচবিহার জেলার তুফানগঞ্জ অঞ্চলে খুনের চেষ্টার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মারা, বোমাবাজি, ভাঙচুর জন্য ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছেনদীয়ার কোতোয়ালিতে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভাঙচুর, মহিলাদের উপরে অত্যাচারের কারণে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা উসিতে মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। এভাবে ভোট পরবর্তী হিংসার তদন্তে কঠোর পদক্ষেপ নিয়েছে সিবিআই। সিবিআইয়ের এই পদক্ষেপে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে একাধিক মহলে। খুন ও ধর্ষণের মত বিষয়গুলির তদন্ত করছে সিবিআই। নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছে সিবিআই। জেলায় জেলায় ঘুরছে সিবিআইয়ের বিশেষ দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!