এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট পরবর্তী হিংসার তদন্তে আরো কঠোর সিবিআই, আজ আবার দায়ের একাধিক এফআইআর

ভোট পরবর্তী হিংসার তদন্তে আরো কঠোর সিবিআই, আজ আবার দায়ের একাধিক এফআইআর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের রাত থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে রাজ্যে ভোট পরবর্তী হিংসার কোনো পরিবেশ নেই। রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে আদালতে মামলা করা হয়। এরপর ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। খুন,ধর্ষণের মতো বিষয়ের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিবিআইকে। এক সপ্তাহ ধরে সিবিআই তদন্ত শুরু করেছে। গত শুক্রবার থেকেই হিংসার তদন্তে একের পর এক মামলা রুজু করেছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল ভোট-পরবর্তী হিংসায় দশটি মামলা দায়ের করেছিল সিবিআই। আজ আবার নটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সব মিলে এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় মোট আটটি এফআইআর দায়ের করেছে সিবিআই। ভোট-পরবর্তী হিংসার তদন্তে রাজ্যে স্থানে স্থানে ছড়িয়ে পড়েছে সিবিআইয়ের একটি বিশেষ দল। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিহত একাধিক বিজেপি কর্মীর বাড়ি গিয়ে তাদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিবিআই আধিকারিকেরা।

ভোট-পরবর্তী হিংসায় গতকাল সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতারের ঘটনা ঘটেছে। গতকাল দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। নদীয়া জেলার তিনজন বিজেপি কর্মী,সমর্থককে বাঁশ, লাঠি দিয়ে প্রবল মারধরের অভিযোগ উঠেছিল দুই অভিযুক্তের বিরুদ্ধে। তাদের মধ্যে এক বিজেপি কর্মীর মৃত্যু ঘটে হাসপাতালে। এই দুই অভিযুক্তের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর এমনকি মহিলাদের মারধর করার অভিযোগ উঠেছে। এরপর গতকাল অভিযুক্ত বিজু ঘোষ ও আসিমা ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আগামী দিনে যেমন বাড়তে পারে এফআইআরের সংখ্যা, তেমনি গ্রেফতারের সংখ্যাও বাড়তে পারে বলে, মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!