এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের আগে জল্পনা বাড়িয়ে বাঁকুড়া থেকে উদ্ধার বিপুল পরিমান বিস্ফোরক, ঘুম উড়ছে গোয়েন্দাদের

ভোটের আগে জল্পনা বাড়িয়ে বাঁকুড়া থেকে উদ্ধার বিপুল পরিমান বিস্ফোরক, ঘুম উড়ছে গোয়েন্দাদের

লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে বাঁকুড়ার শালতোড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমান বিস্ফোরক। ভিন রাজ্য থেকে আসা এসব বিস্ফোরকে অ্যামোনিয়াম নাইট্রেটের মতো রাসায়নিকও ছিল। দিন দুয়েক আগে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

ভোট শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে এভাবে বিস্ফোরক দ্রব্য উদ্ধার হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের। তদন্তকারী অফিসারদের মতে,জিলেটন স্টিকের সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে বড় ধরণের বিষ্ফোরণ ঘটানো যায়। সেক্ষেত্রে কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল এবং এর নেপথ্যে কাদের হাত রয়েছে তা জানার জন্যে তদন্ত শুরু হয়েছে। এদিকে সন্দেহ বাড়িয়ে ঘটনার পর থেকেই গোডাউনের মালিক পলাতক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভিন রাজ্য থেকে বাঁকুড়ায় অ্যামোনিয়াম নাইট্রেট,জিলেটিন স্টিক থেকে শুরু করে বিভিন্ন বিস্ফোরক আসছে। সেগুলো মজুত রাখা হচ্ছে একাধিক জায়গায়। অবৈধভাবে আনা এই বিস্ফোরক সরবরাহ করা হয় অনুমতিহীন পাথর খাদানে। সেগুলোও চড়া দামে কেনে বেআইনি খাদান মালিকরা। এই খবর পেয়ে বুধবার রাতে হানা দেন সিআইডির তদন্তকারী অফিসাররা। দেখা যায়,কার্টুন ও বস্তার মধ্যে রাখা হয়েছে এইসব বিস্ফোরক।

গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হয় ৬৬৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট,২৬৫০ কেজি জিলেটিন স্টিক এবং ৫২ হাজার ৫০০ টি ডিটোনেটর। তদন্ত সূত্রে আরো জানা গিয়েছে,ঝাড়খন্ড,তেলেঙ্গনা,ওড়িশা থেকে বিস্ফোরক অনেকদিন ধরেই আনা হচ্ছিল এ রাজ্যে। প্রাথমিক তদন্তকারীদের অনুমান, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে একাধিক খনি রয়েছে। সেখান থেকেই অ্যামোনিয়াম নাইট্রেট ও জিলেটিন স্টিক চুরি করা হচ্ছে।

লাইসেন্স ছাড়াই সেখানকার একাধিক ব্যক্তি ও কোম্পানি এই ব্যবসা চালাচ্ছে। এদের সঙ্গেই হাত রয়েছে এ রাজ্যের ব্যবসায়ীদের। ইতিমধ্যে কয়েকটি সংস্থার নাম হাতে এসেছে বলে জানা গিয়েছে। তবে পলাতক গোডাউনের মালিককে ধরা পড়লে জানা যাবে কারা এই নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। বীরভূম ও বাঁকুড়ায় কোথায় কোথায় অবৈধ পাথর খাদান রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য,লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়ে গিয়েছে সম্প্রতি। যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভোটের প্রচার শুরু করেছে। কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও রাজ্যে আসতে শুরু করে দেবে। এই প্রেক্ষিতে হঠাৎ করে রাজ্য থেকে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার হওয়ায় বেশ চিন্তায় পড়লেন সিআইডি কর্তারা। এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছেন তাঁরা। আশ্বাস দিয়েছে খুব জলদি এর রহস্য ভেদ করার। গোটা ঘটনাই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!