এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ভোটের মুখে এবার ধাক্কা গেরুয়া শিবিরের, বিজেপির ঘর ভাঙলো তৃণমূল, জেনে নিন

ভোটের মুখে এবার ধাক্কা গেরুয়া শিবিরের, বিজেপির ঘর ভাঙলো তৃণমূল, জেনে নিন

রাজ্যে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে বিজেপি। শাসকদল তো বটেই অন্যদলেরও ঘর ভাঙছে তারা। কিন্তু এবার বিজেপিকে বড় ধাক্কা দিয়ে তাদের গড়ে হানা দিয়ে নিজেদের দল ভারী করলো তৃণমূল।

জানা যাচ্ছে যে, এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ৩০টি পরিবার। ঘটনাটি পুরুলিয়ার বলরামপুর ব্লকের তেঁতলো গ্রাম পঞ্চায়েতের।গত রাত্রে বিজেপি ও বজরং দল থেকে তৃণমূলে যোগ দিলেন ওই পরিবারগুলি। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাত। শিশির কুমার, দীনেশ কুমার, রাজীব কুমার, সরজ কুমার, বঙ্কিম কুমার, ছোটন কুমার, সৌমেন কুমার, বরুণ কুমার, কৃষ্ণ কুমার, লক্ষ্মণ কুমার শর্মা সহ ৩০ টি পরিবার বিজেপিতে এদিন যোগ দেন।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে এই তেঁতলো গ্রাম পঞ্চায়েতে বিজেপি ব্যাপক ভোট পায় আর এই এলাকাটিও বিজেপির গড় নামের পরিচিত ছিল ফলে এদিনের এই যোগদান তৃনামলের শক্তি বৃদ্ধি করলো তা আর বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই খবরে বিজেপির দাবি যোগদানকারীরা কেউ স্বেচ্ছায় যায়নি। তাদের ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাদের তৃণমূলে নিয়ে গিয়েও কিছু কাজ হবে না তারা মনে প্রাণে বিজেপি তাই বিজেপিকেই ভোট দেবে তারা। অন্যদিকে তৃণমূলের দাবি যোগদানকারীরা স্বেচ্ছাতেই এসেছে ,তাদেরককে কেউ ভয় দেখায়নি। আর তাই তারা তৃণমূলে ভোট দেবে। এবার ৪২ সে ৪২ হবে। তবে পুরুলিয়ায় কে বাজিমাত করবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৩ সে মে পর্যন্ত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!