এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটে জিতেও ‘প্রাণে বাঁচতে’ পরিবারের হাত ধরে ভিন রাজ্যে পালাচ্ছেন বিজেপি প্রার্থীরা

ভোটে জিতেও ‘প্রাণে বাঁচতে’ পরিবারের হাত ধরে ভিন রাজ্যে পালাচ্ছেন বিজেপি প্রার্থীরা


পঞ্চায়েত নির্বাচনের পরেও পশ্চিমবঙ্গে সন্ত্রাসের ধারা অব্যাহত। এই সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের উপর তৃণমূল কংগ্রেসের আক্রমন রুখতে এবং দলীয় কর্মীদের নিরাপত্তার খাতিরে সাময়িক ভাবে তাদের ভিন রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিলেন। এদিন দিল্লীতে বিজেপির সদর দফতরে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় বললেন, ”জয়ী প্রার্থীদের উপরে তৃণমূল হামলা চালাচ্ছে। চাপ দিচ্ছে শাসক দলে যেতে। তাই প্রায় তিন হাজার জয়ী প্রার্থীকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেকে দিল্লিতেও এসেছেন।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সুরে গলা মিলিয়েছেন বিজেপি নেতা মুকুল রায় ও। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিলো সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে বিশদে জানালেন তিনি। এদিন মুকুল রায় বললেন, ”একটি সিডিতে মনোনয়ন, ভোট গ্রহণ ও গণনার দিনে কী ভাবে ছাপ্পা মারা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।” শুধু তাই নয় মুকুল বাবু দাবি করলেন প্রতিদিনই রাজ্য থেকে পালিয়ে বিজেপির জয়ী প্রার্থীরা দিল্লীতে তাঁর কাছে যাচ্ছেন ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!