বিরোধীদের চাপে আরও আঁটোসাঁটো ভোট – দ্বিতীয় দফায় প্রায় 80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী জাতীয় রাজ্য April 16, 2019 গত 11 তারিখে প্রথম দফার লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার এবং কোচবিহারের প্রায় সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় যে সমস্ত বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ ছিল, সেই সমস্ত বুথে শাসকদলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। আর পরবর্তী দফাগুলিতে যাতে কোনো বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়ে ভোট না করা হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও করেছিল তারা। আর তাই সকল বিরোধী দলের কথা শুনে আদৌ নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয় কিনা যখন সেদিকেই তাকিয়ে ছিল সকলে, ঠিক তখনই দ্বিতীয় দফায় তিনটি লোকসভা কেন্দ্রের 5,390 টি বুথের 80 শতাংশতেই 194 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহারার দায়িত্বে থাকবেন বলে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আর 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুমের পাহারায় এবং রাজ্যের সশস্ত্র পুলিশ 20 শতাংশ বুথে উপস্থিত থাকবে। আর যে সমস্ত বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ থাকবে সেখানে সিসিটিভি, ওয়েব কাস্টিং, ভিডিওগ্রাফি এবং মাইক্রো অবজার্ভাদের রাখা হবে বলে খবর। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, সোমবার দিল্লি থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দ্বিতীয় ও তৃতীয় দফার পর্যবেক্ষকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন। আর সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার পরিষ্কার ভাষায় নির্দেশ দেন যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হবে। প্রথম দফার মতো যাতে আর কোনো অভিযোগ না আসে তার জন্য সকলকে সতর্ক করে দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। জানা গেছে, তৃতীয় দফায় 274 কোম্পানি, চতুর্থ দফায় 383 কোম্পানি, পঞ্চম দফায় 400 কোম্পানি, ষষ্ঠ দফায় 395 কোম্পানি এবং সপ্তম দফায় 388 কোম্পানি বাহিনী থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার বিরোধীদের চাপে দ্বিতীয় দফায় রাজ্যের প্রায় বেশিরভাগ বুথেই মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আপনার মতামত জানান -