এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি ক্রিকেট ছেড়ে ভোটের আসরে নামতে চলেছেন এনারা? জোর জল্পনা

এবার কি ক্রিকেট ছেড়ে ভোটের আসরে নামতে চলেছেন এনারা? জোর জল্পনা


22 গজে গম্ভীর-সেহওয়াগের জুড়ি মেলা ভার। এবার সেই জুটি ক্রিড়ার ময়দান ছেড়ে কি আসতে চলেছে রাজনৈতিক ময়দানে-এখনই এমনই জল্পনা চলছে সেই গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহওয়াগের ভক্তদের মধ্যে। কিন্তু হঠাৎ কেন এই জল্পনা?

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কবছর ধরে জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের বিরোধীতা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছিল সোশাল মিডিয়ায় তার চরম প্রশংসা করেছিলেন গৌতম গম্ভীর। পাশাপাশি বীরেন্দর সেহওয়াগও বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। আর এইসব কারনেই অনেকে মনে করছেন যে এই দুই ক্রিকেটসম্রাট এবার পা বাড়াতে পারেন রাজনীতিতে।

কিন্তু এই দাবি যে খুব একটা ভুল এমনটাও নয়। জানা গেছে, বিজেপির তরফ থেকে এই গম্ভীর এবং সেহওয়াগকে আগামী লোকসভা ভোটে প্রার্থী করানোর ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কিন্তু ঠিক কোন জায়গা থেকে প্রার্থী হবেন এই দুই ক্রিকেটার?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, দিল্লীতে যেহেতু আম আদমি পার্টি এবং কংগ্রেসের শক্তি রয়েছে তাই সেখান থেকেই প্রার্থী করানো হতে পারে এই দুই ক্রিকেটারকে। তবে তা না হলে বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশও তাদের জন্য চয়েস করে রেখেছে বিজেপি। কিন্তু সত্যিই কি তাঁরা ভোটে দাড়াচ্ছেন? এই প্রশ্নের উত্তরে বিজেপি দলের পাশাপাশি মুখে কুলুপ এটেছে সেই গৌতম গম্ভীর এবং বীরেন্দর সেহওয়াগরাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!