এখন পড়ছেন
হোম > রাজ্য > একনজরে দেখে নেওয়া যাক আজ ভোটের খবর

একনজরে দেখে নেওয়া যাক আজ ভোটের খবর

আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যে আজ পঞ্চায়েতে ভোটগ্রহণ চলছে।রাজ্য সরকার ও কমিশনের তরফ থেকে বার বার শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার কথা বলা হলেও সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক কোথায় এখনো পর্যন্ত কি হলো —

কালিয়াচকে ভোটের গতি শ্লথ, বুথ জ্যামের অভিযোগ
খড়্গপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ছাপ্পা দেওয়ার অভিযোগ
শান্তিপুর গোবিন্দপুরে বাইক বাহিনীর ৭টি বাইক পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী
সবংয়ের দন্ডরায় ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের
উত্তরপাড়ার কানাইপুর নেতাজি স্কুলে ব্যালট লুটের অভিযোগ। বন্ধ ভোটগ্রহণ, অভিযুক্ত তৃণমূল।
শান্তিপুরের গোবিন্দপুর অগ্নিগর্ভ, বিজেপি কর্মীদের মোটর বাইকে আগুন।
ময়নার বরুণা প্রাথমিক স্কুলে বোমাবাজি, ব্যালট পেপার ছিনতাই। প্রিসাইডিং অফিসার সহ পুলিস কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার জখম।
মালদহের রতুয়ার বাহরলে ঝাড়খণ্ডের মাস্কেট বাহিনীর তাণ্ডব, গুলি, বুথ দখল
রাজগঞ্জ ব্লকের শিকাপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলার একটি বুথে ভোট বাক্স লুট করে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, ঘটনাস্থলে বিধায়ক খগেশ্বর রায় যাচ্ছেন
ময়ূরেশ্বর ২ গ্রামের আকুলপুর বুথে লাঠিচার্জ করে তৃণমূলের জমায়েত সরিয়ে দিল পুলিস
কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলবনী বুথে ভাঙচুর, মারধর, ব্যালট বাক্স ছিনতাই। ভোট বন্ধ হয়ে গিয়েছে।
মাথাভাঙার জোরপাঠকি পঞ্চায়েতের ৫/১২২ নম্বর বুথে ব্যালট পেপার ছিনতাই, ভোট বন্ধ
মালদহের কালিয়াচকে কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম ৭
সকাল ৯টা পর্যন্ত আরামবাগে ১৬.১ শতাংশ ভোট পড়ল
কালিয়াগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ
বাঁকুড়ার রাইপুরে বুথ দখলকে কেন্দ্র করে উত্তেজনা
চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের লালুগছে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সকাল ৯টা পর্যন্ত ১০.০১ শতাংশ ভোট পড়ল জলপাইগুড়িতে
আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়ল
ইসলামপুর ব্লকের নন্দঝার একটি স্কুলে কংগ্রেস এজেন্টকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ
তপনের বজরাপুরের নির্বাচন আধিকারিকরা পুকুর থেকে ব্যালট বক্স তুললেন
চোপড়ার ভোইসপিটা ১২ ও ১৪ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ
সকাল ৯টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ১২.৩৫ শতাংশ ভোট পড়ল
মাথাভাভাঙায় এক তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে
তপনের বজরাপুরে ২টি ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া বন্ধ ভোট প্রক্রিয়া
গড়বেতা ১-এর ১২ নম্বর খড়কুশমা অঞ্চলের ২১৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট ও প্রার্থীদের মারধর করে বুথ থেকে বের করে দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ
পূর্ব বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত ১৩-১৪ শতাংশ ভোট পড়ল
পাণ্ডবেশ্বরের শামলা গ্রামে নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ, ফাটল মাথা
পিংলার পিন্ডরুইয়ে বিরোধীদের ভোট দানে বাধার অভিযোগ
দক্ষিণ দিনাজপুরের তপনের বজরাপুর এলাকায় ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়ার তৃণমূলের বিরুদ্ধে
মাথাভাঙায় একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ
ময়ূরেশ্বর ১ ব্লকের মুরুলীডাঙাল প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ বিরোধীদের
ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ। কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার বৈষ্ণবনগরের ১০৯ নম্বর বুথ। ঘটনায় জখম তিন তৃণমূল কর্মী
উত্তর দিনাজপুরে ২৬ নম্বর জেলা পরিষদ আসনে ইটাহারের টিটিহা, জামালপুর ও বীরনগর বুথে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
উত্তর দিনাজপুরের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের ৬৭ নম্বর বুথে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ, গুলিবিদ্ধ ১
উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার উলুডাঙায় বুথের সামনে ব্যাপক বোমাবাজি, জখম ৫ জন
পুরুলিয়ার পারায় একটি বুথে পঞ্চায়েত সমিতির ভুল ব্যালট আসায় ভোট বন্ধ রয়েছে
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অধিকাংশ ব্লকেই তৃণমূলেরর ছাপ্পা ভোটের অভিযোগ
নদীয়ার করিমপুর ব্লকের নতিডাঙা গ্রাম পঞ্চায়েতে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ভোট দেওয়ার অভিযোগ
তেহট্ট এলাকায় একাধিক বুথ দখেলর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মালদহের বহরালে দু’টি বুথে উত্তেজনা, চলল গুলি
শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায় সন্ত্রাসের অভিযোগে কংগ্রেস নির্বাচন থেকে সরে দাঁড়াল
ইংরেজবাজারে দেখা নেই বিরোধীদের। একের পর এক বুথ দখল। এজেন্ট ঢুকতে দেয়নি শাসক দল। অভিযোগ সিপিএমের।
সকাল ৮টা পর্যন্ত বাঁকুড়ায় ভোটের হার ৭ শতাংশ
জমি সংক্রান্ত বিবাদের জেরে এক তৃণমূল সমর্থকের খুনের ঘটনায় বাঁকুড়ার সিমলাপালে ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দারা। অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ থাকবে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
মালদহের রতুয়ার বাহারালে বুথ দখলের অভিযোগ
শাসনের কৃর্ত্তীপুর-১ অঞ্চলের সানবেড়িয়া ১৪/১১০ নম্বর বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নির্দল সমর্থকের বিরুদ্ধে
আলিপুরদুয়ার ১ ব্লকের ১২/৮৮, ১২/৯১, ১২/৯৪ ও ১২/৮৬ নম্বর বুথে বিরোধী ভোটারদের ভয় দেখিয়ে ভোট না দিতে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মুর্শিদাবাদের শক্তিপুর থানার বলিহার পাতায় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নদীয়ার হাসখালির বেনালি গ্রামে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
জলপাইগুড়ির গাদংয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, জখম ৩
ধূপগুড়ির পশ্চিম মাগুরমারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ৫
শান্তিপুরের গোবারচরে বিজেপি প্রার্থীর ভাই গুলিবিদ্ধ
নদীয়ার ধুবুলিয়া থানার হাসাদাঙায় বিজেপি প্রার্থীকে কোপ, জখম আরও তিন বিজেপি কর্মী
তেহট্টে ১৭৪ নম্বর বুথ বিজেপির দখলে, বাধা দিতে গিয়ে প্রহৃচ ৪ তৃণমূল কর্মী
কেশপুরের ইছাইপুরে জমায়েত করায় লাঠিচার্জ পুলিসের
আলিপুরদুয়ার ১ ব্লকে অধিকাংশ বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কেশপুরের গুণহারায় নির্দলদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ
বারাকপুর ১ ব্লকের মামুদপুরে ৪ নম্বর বুথে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ারও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর মাঠপাডায় বোমাবাজির অভিযোগ
হেমতাবাদের রামপুরে সকাল থেকে ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস।
গঙ্গারামপুর ব্লকের চালুন এলাকায় সকাল থেকে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর এলাকায় তৃণমূলের ছাপ্পা ভোটের অভিযোগ। ভোটারদের বুথে ঢুকতে বাধা।
আলিপুরদুয়ারের ভাটিবাড়ি পঞ্চায়েতের দক্ষিণ কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের বুথে না আসতে দেওয়ার অভিযোগ
মাদারিহাটে বিরোধী দলের সমর্থক ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মালদহের গাজোলে ভোরে বিজেপি অফিস ভাঙচুর
ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫/৫২ বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি ভোটারদের যেতে দেওয়া হচ্ছে না।
নদীয়ার হাসখালি ব্লকের দলিগ্রামে বিজেপির এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ
শান্তিপুর ব্লকের আরবাদিতে রাতভর বোমাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর। ওই ব্লকেরই ভূতপাড়া গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রার্থী দীনেশ সরকারকে মারধরের অভিযোগ।
কোচবিহারে তাড়া করে দুষ্কৃতী ধরলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
দক্ষিণ দিনাজপুরের তপনে বোমা ফেটে মৃত তৃণমূল কর্মী, আহত তিন সমর্থক। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এক স্থান থেকে অন্যত্র বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে যায়।
ডাবগ্রাম ফুলবাড়ি ১-এ বিরোধীদের ঢুকতে না দেওয়য়ার অভিযোগ
বীরপাড়ায় ১৪/৭৯ নম্বর বুথ তৃণমূলের দখলে বলে অভিযোগ
নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুড়চিবনি বুথে বিজেপির এজেন্ট তপন ঘোষকে বুথে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ
ফালাকাটার ধনিরামপুরে একটি বুথ দখল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আলিপুরদুয়ার ২ ব্লকের তুরতুরিতে বিজেপির এক কর্মীর বাড়িতে ভোর রাতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।
ফুলবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের গটমাবাড়ি এলাকায় বিজেপি পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তালপুকুর ভোট কেন্দ্রে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শুরু হল ভোটগ্রহণ
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উঁচুডিহায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ
সবংয়ে সকাল থেকেই সংঘর্ষ শুরু, ইতিমধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন
দিনহাটার গিতালদহের নারায়ণগঞ্জ বুথে দুই দলের দুষ্কৃতীদের গুলির লড়াই
জলপাইগুড়ির ঘুগুডাঙায় বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর, উত্তেজনা
মুর্শিদাবাদের ভরতপুর থানার গুন্দোরিয়া পঞ্চায়েতের কংগ্রেসের তিনজন পঞ্চায়েত প্রার্থীর বাড়ি ভাঙচুর ও প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির পোলিং এজেন্টকে মারধর, ফাটল মাথা
দিনহাটার গিতালদহে বুথ জ্যামের অভিযোগ, ভোরামে গুলিবিদ্ধ ১

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!