এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটে হিংসা রুখতে এবার এক অভিনব পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন

ভোটে হিংসা রুখতে এবার এক অভিনব পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন


এ রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বারে বারেই নির্বাচন কমিশনের দোরগোড়ায় যেতে হচ্ছিল বিরোধী দলগুলোকে। এবার সেই কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে বারে বারে ছুটে আসা থেকে নিরসন পাওয়া যাবে। হ্যাঁ নির্বাচনে হিংসা সংক্রান্ত সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনকে জানানো যাবে বাড়িতে বসেই। সূত্রের খবর, এবার থেকে “সি-ডিজিল” নামের একটি অ্যাপের মাধ্যমে ভোটের আগে বা পরে কোনো হিংসা, ভোটারদের প্রভাবিত করা এমনকী কোনো নেতার প্ররোচনামূলক মন্তব্যের বিরুদ্ধে এই অ্যাপে জানানো যাবে অভিযোগ। জানা গেছে, কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে এই অ্যাপ চালু করলে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সেখানে 800 জন এটি ডাউনলোড করেছিল। প্রচুর অভিযোগও এসেছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, এই অ্যাপেরমাধ্যমেই নির্বাচন কমিশনকে অভিযোগও জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াও। যার ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যাবস্থাও নিয়েছিল কমিশন। তাই এখাপেই নির্বাচন কমিশন মনে করছেন, মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের বিধানসভা ও 2019 ই
এর লোকসভায় এই অ্যাপ ব্যাবহার করেই ভোটে হিংসা আটকাতে চায় তাঁরা। নির্বাচন কমিশনের অনেক আধিকারিকের মত, আগে দপ্তরে এসে অভিযোগ জানানোর পর সেই ঘটনাস্থলে কমিশনের পৌছোতে বিলম্ব হওয়ায় অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা ধরা পড়ত না। তাই নতুন এই অ্যাপের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে নির্বাচনকে সন্ত্রাসমুক্ত করতে অনেকটাই সাহায্য করবে এই “সি-ডিজিল” অ্যাপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!