ভোটের প্রচারে নতুনত্ব এনে প্রচার তৃণমূলের, কতটা সফল হবে? আন্তর্জাতিক কলকাতা রাজ্য April 3, 2019 আসন্ন লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই শাসক বনাম বিরোধীর রাজনৈতিক তরজা জমে উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। কে কে টেক্কা দিতে পারে, তা নিয়ে প্রবল প্রতিযোগিতা শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির মধ্যে। আর এরই মাঝে কিছুটা আধুনিক পর্যায়ের দেওয়াল লিখন দেখা গেল রাজ্যে। বস্তুত এতদিন দেওয়াল লিখন মানে দলীয় প্রতীক আর প্রার্থীর নামই দেখা যেত। কিন্তু এবার তা কিছুটা অন্য রূপে ধরা দিল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। সূত্রের খবর, এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে এলাকায় একটি দেওয়ালে চিনা হরফে লেখা হয়েছে। যেখানে পাশে হাসিমুখে আঁকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়ের ছবি। কিন্তু চিনা হরফে ঠিক কী লেখা হয়েছে, আর কিই বা সেই লেখায় বোঝানো হয়েছে? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দেখা গেছে, মান্দারিন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে লেখা রয়েছে “ম আই লি”। যার বাংলা অর্থ আমরা তোমাকে ভালোবাসি। অন্যদিকে চিনা হরফে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ বলেও লেখা হয়েছে সেই দেওয়ালে। কিন্তু হঠাৎ চীনা ভাষায় এই দেওয়াল লিখন করা হল কেন? জানা গেছে কলকাতার 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফইয়াজ খানের তত্ত্বাবধানে চীনা পারায় তৃণমূল কর্মীরা দেওয়াল লিখনের কাজ শুরু করেন। এতদিন প্রার্থীর ছবি বা কার্টুন দেখা গেলেও এবার কিছুটা ভিন্ন স্বাদে চীনা পাড়ার মানুষদের ভোটব্যাঙ্ক এনে সাধারণ মানুষের নজর কাড়তে তৃণমূলের এই দেওয়াল লিখন বলে জানাচ্ছেন শাসক দলের স্থানীয় কর্মী সমর্থকরা। আপনার মতামত জানান -