এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটে লড়ছেন বিজেপির ‘ভোট’, মারধর-ধর্ষণের হুমকিতেও পিছিয়ে আসতে নারাজ

ভোটে লড়ছেন বিজেপির ‘ভোট’, মারধর-ধর্ষণের হুমকিতেও পিছিয়ে আসতে নারাজ


মনোনয়নপত্র পেশ করার পর থেকে প্রত্যাহারের জন্যে অবিরাম চাপ এসেছে। এমনকি বাদ যায়নি শারীরিক হেনস্থাও। তবুও ভোট যুদ্ধে লড়াইয়ের অদম্য ইচ্ছে ভোটবাবুর।এটা গল্প নয় সত্যি ঘটনা। নাম ভোট হেমব্রম। ১৯৭২ সালে নির্বাচনের অস্থির অশান্ত সময়ে জন্ম হয় বলে নবজাতকের ঠাকুরমা নামকরণ করেন ভোট।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিবাস বর্ধমানের কান্টিয়ার। পারিবারিক পেশা খেত মজুরী। এইবছর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমানের রায়ান-১ নং পঞ্চায়েত প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন এই ভোট হেমব্রম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সিদ্ধান্তের কারণে এরমধ্যেই অনেক ফল ভোগ করতে হয়েছে তাঁকে। শুধু তিনিই নয় তাঁর স্ত্রী’কেও দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি। এখন দেখার বিষয় এই যে এত কিছু সহ্যের পরেও ভোট বাবুর ভোটের ফলাফল তাঁর অনুকূলে হয় কী না!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!