এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের প্রচারে বিজেপি নেতার “ম্যাজিকে ভ্যানিশ” বিজেপি বাদে বাকি সবাই! ঝড় সোশ্যাল মিডিয়ায়!

ভোটের প্রচারে বিজেপি নেতার “ম্যাজিকে ভ্যানিশ” বিজেপি বাদে বাকি সবাই! ঝড় সোশ্যাল মিডিয়ায়!


ভোট বড় বালাই। নির্বাচনে জয়লাভ করতে প্রায় সবরকম পদ্ধতি অবলম্বন করে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের প্রতি তারা এতটাই দরদী মনোভাব দেখান যে, কখনও বা মাটির দাওয়ায় বসে মানুষের সঙ্গে কথা বলা আবার কখনও বা সেই সাধারণ মানুষের বিভিন্ন কাজে তাদের সহযোগিতা করতে দেখা যায়।

কিন্তু সেইভাবে কোনো প্রার্থীকে ম্যাজিক করে বিরোধীদের “ভ্যানিশ” করে দেওয়ার ঘটনা ঘটতে দেখা যায়নি। কিন্তু এবার ভোটে জিততে সেই ম্যাজিশিয়ানেরই ভূমিকা পালন করলেন বিজেপি নেতা। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রামপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন রামপুর বিধানসভার ভূতপূর্ব বিধায়ক সমাজবাদী পার্টির আজম খান। আর তিনি সাংসদ হয়ে যাওয়ায় তার ছেড়ে আসা সেই রামপুর বিধানসভায় এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যে উপনির্বাচনে এই কেন্দ্রটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দলই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে সেই রামপুরে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বিজেপি প্রার্থী ভারতভূষণ গুপ্তার হয়ে একঘন্টা ধরে ম্যাজিক দেখান স্থানীয় বিজেপি নেতা অজয় দিবাকর। আর এই ম্যাজিক দেখিয়ে যেমন সাধারণ মানুষকে মনে আনন্দ দেন তিনি, ঠিক তেমনই ম্যাজিকের মধ্যে দিয়ে তিনি বিরোধীদের ভ্যানিশ করে দেওয়ার মত ঘটনাও ঘটিয়ে দেন।

ইতিমধ্যেই বিজেপি নেতা অজয় দিবাকরের এই ম্যাজিকটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের হাতে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির পতাকা নিয়ে বিজেপির একটা পতাকা তার উপর দিয়ে জড়িয়ে সেগুলো হাতে ঝাঁকাচ্ছেন অজয় দিবাকর। আর কিছুক্ষণ পরে দেখা যায় যে, সমস্ত পতাকা উধাও হয়ে গেলেও শুধুমাত্র একটাই পতাকা রয়েছে তা হল ভারতীয় জনতা পার্টির।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, এই ম্যাজিকের মধ্যে দিয়ে বিজেপি নেতা প্রমাণ করতে চাইলেন, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতার এই ভিডিও ভাইরাল হতেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি এই নির্বাচনে বিরোধীদের এই ভাবেই ভ্যানিশ করে দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করবে বিজেপি!

আর তাই ম্যাজিকের মধ্যে দিয়ে এই ব্যাপারে তারা বিরোধীদের বার্তা দিতে চাইল! তবে যে মহল থেকে যে কথাই বলা হোক না কেন, নির্বাচনী প্রচারে যেভাবে বিজেপি ম্যাজিকের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছে, তাতে তারা যে অনেকটাই ভালোর দিকে এগিয়ে যেতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!